বিটকয়েন সম্পর্কে হয়তো আমরা সবাই জানি। আসলে বিটকয়েন হল একটি ডিসেন্ট্রালাইজড বি - কেন্দ্রিক মুদ্রা। যা পিয়ার- টু- পিয়ার লেনদেন করা হয়
বর্তমানে আমরা সবাই যেমনভাবেই হোক কিছু না কিছু বিটকয়েন উপার্জন করে থাকি। এমনকি একজনের সাথে আরেকজনের সাথে লেনদেনও করে থাকি।
তবে এই বিটকয়েনের সর্বপ্রথম লেনদেন হয়েছিল সাতোশি নাকামোতো এবং হাল ফিনি নামক এক ব্যক্তির মধ্যে। ধারণা করা হয় এটাই হয়তো বিটকয়েন সৃষ্টির ইতিহাসে প্রথম ট্রানজেকশন। ইতিহাসে বলা হয় সাতোশি নাকামতো হাল ফিনিকে দশ বিটকয়েন দেয়। আজকে সেই বিটকয়েনের প্রথম লেনদেনকারি হাল ফিনির মৃত্যুর নয় বছর পূর্ণ হল।
বিটকয়েনে অনেক অবদান রয়েছে হাল ফিনির। তাকে বলা হয় সাতোশি নাকামোতো দলের এক জন সদস্য। তিনি বিটকয়েন নিয়ে ভবিষ্যৎবাণী করেছে, বিটকয়েন $১০ মিলিয়ন ডলার হবে। হয়তো বিটকয়েন এর দাম একদিন $১০ মিলিয়ন ডলার দেখতে পেতে পারি।
source tweet