আসসালামু আলাইকুম
আমি একজন বিটকয়েন টেল্ক ব্যবহারকারী। আমি সাধারণত বান্টি কাজ করে থাকি। আমি অনেক সময় দেখেছি যে, একজন বান্টি ব্যবহারকারী অন্য আরেকজন বান্টি ব্যবহারকারীর কিছু তথ্য ব্যবহার করে প্রুফ হিসেবে দিয়ে থাকে। এর কারণে অনেক সময় তাদের দুইটি একাউন্টটি রেড ট্রাস্ট দেওয়া হয়। এর জন্য দুইজন বান্টি ব্যবহারকারীর দায়ী থাকে না, যখন একজন অন্যজনের তথ্য চুরি করে প্রুফ হিসেবে দিয়ে থাকে তখনই এমনটা হয়ে থাকে।
এক্ষেত্রে যে ব্যক্তির তথ্য চুরি করা হয় তার একাউন্টটিও রেড ট্রাস্ট দেওয়া হয়। অথচ তিনি দায়ী থাকে না।
#এমন অবস্থায় তার করণীয় কি?
#আর কয়টি রেড ট্রাস্ট খেলে তার একাউন্ট একদম নষ্ট হয়ে যাবে।
আশা করি এ বিষয়ে একটু বিস্তারিত জানাবেন।