প্রাণের বড় ভাইয়েরা, আমি এখানে আমার মেরিট বাড়ানোর জন্য অনেক পরিশ্রম করছি কিন্তু আমি কিছুতেই সফল হতে পারছি না। তাই আপনাদের অভিজ্ঞতা থেকে আমাকে কিছু টিপস দিন যাতে আমি আমার মেরিট বাড়াতে পারি।
ভাই ধৈর্য হারা হবেন না। ফোরামে বেশি বেশি সময় দিন। ভালো মানের এবং তথ্য বহুল পোস্ট করুন তাহলে এমনিতেই মেরিট পেয়ে যাবেন। এর জন্য আপনাকে ফোরামে বেশি বেশি সময় দিতে হবে। বড়ো বড়ো র্্যাংক হোল্ডাররা যে ভাবে একটিভ থাকে এবং তথ্য বহুল পোস্ট করে সেগুলো ফলো করুন এবং সেরকম মানের পোস্ট করুন তাহলে মেরিট পেতে সমস্যা হবে না। আর আপনি মাত্রই ফোরামে এসেছেন এখনি ব্যস্ত হওয়ার দরকার নাই। জাস্ট ধৈর্য ধরে লেগে থেকে ভালো ভালো পোস্ট করুন।
আপনি তো ফোরামেও নতুন না বা এই থ্রেড এ ও নতুন না। আপনি পোষ্ট টা কোট করেছেন সেটা আরো ২২ দিন আগের আর এই পোষ্টে অলরেডি অনেকেই রিপ্লাই দিয়েছে। দয়া করে পোষ্ট এর তারিখ দেখে রিপ্লাই দিলে অনেক বেশি ভালো হয়। আপনি যদি পুরাতন পোষ্টগুলো কোট করে রিপ্লাই দেন যেগুলো অনেক আগেই রিপ্লাই পেয়েছে, আমার মনে হয় না এতে কোনো ক্রেডিবিলিটি আছে। আমার কথায় কিছু মনে করবেন না। এগুলো শুধুই বন্ধুত্বপূর্ণ সাজেশন।
কাল রাতের বিটকয়েন পাম্প টা অনেকের জন্য সোনায় সোহাগা হয়ে এসেছে। যদিও আমি ট্রেডার না, তবে ট্রেডারদের জন্য মারকেট নিউজ সম্পর্কে আপডেট রাখা জরুরী। আগামী আরো কয়েক ঘন্টা বিটকয়েন বুলিশ থাকবে মনে হচ্ছে।