Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Bitcoin_people
on 30/08/2023, 07:25:21 UTC
আমি বিটকয়েন টলকে নতুন। আমি বিটকয়েন টলকের  কাজ সম্পর্কে জানিনা।  তাই সিনিয়র ভাইদের সাহায্য সহযোগিতা কামনা করছি।
আপনি যেহেতু একজন নতুন ইউজার তাই আপনাকে স্বাগতম জানাই বাংলা লোকাল বোর্ডে আশা করি আপনি এখানে দীর্ঘদিন সময় দিলে এবং ভালো পোস্ট করতে পারলে আপনি ভালো একটি লক্ষ্যে পৌঁছাতে পারবেন।
আপনি যেহেতু একজন নতুন ইউজার তাই সব সময় সতর্কতা অবলম্বন করবেন কখনোই কপি পেস্ট করবেন না বা ট্রান্সলেট করে পোস্ট করবেন না তাহলে আপনার একাউন্টে সমস্যা হবে।
আপনি ফোরামের নিয়ম অনুসরণ করুন প্রথম পেজে সকল গাইডলাইন দেওয়া আছে সেগুলো লক্ষ্য করুন অবশ্যই বুঝতে পারবেন।
https://bitcointalk.org/index.php?topic=631891.msg7033740#msg7033740
আমি বিটকয়েনটকে নতুন,আমার করনীয় কী?