Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Learn Bitcoin
on 30/08/2023, 15:32:56 UTC
murgichurer baba(মুরগি চোরের বাপ)
আপনার নাম যে রকম তাতে ভাই ‌বিটকয়েনটক এসে কোন লাভ নেই। কারণ আপনার মুরগি চোর ছেলে আছে সে আপনাকে মুরগি চুরি করে নিয়ে আসবে এবং আপনি সেই চুরি করা মুরগি বাজারে সেল দিবেন।
আপনার উদ্দেশ্য একটি কথা বলতে চাই, আপনি কোন প্রকৃতির মানুষ তা আমি মন্তব্য করতে চাই না তবে আপনার নাম আপনাকে আপনার চরিত্র সম্পর্কে সার্টিফিকেট দিয়ে দেয়। এই পৃথিবীতে আপনি নামের অভাব পাবেন না অথচ আপনার আইডির যে নাম দিয়েছেন তাতে করে এই নামটি আপনার পরিবার ও পরিবারের সদস্যদের প্রত্যেকের পরিচয় বহন করে। আপনি এমন কিছু করবেন না যাতে করে সেই কাজ বা নামের মাধ্যমে আপনার চারিত্রিক সনদ ও পরিবারের সদস্যদের অপমান হয়।

নাম শুনলেই কেমন জানি লাগে!  Undecided মানে লাইক সিরিয়াসলি!!! পৃথিবীতে নামের অভাব পড়ছিল নাকি! আর কিছু পাইলো না, শেষমেশ মুরগি চোরের বাপ! ভাইরে ভাইরে। দুনিয়ায় কতো যে নমুনা দেখা লাগবে।

এগুলা নিয়া আসলে কমেন্ট করা ঠিক হবে কি না বুঝতেছি না। কমেন্ট করলে উনি মন খারাপ করবেন। তবে এরকম ইউজারনেম শুধু বিটকয়েনটক এ না, বরং সোশ্যাল মিডিয়া গুলোতে সব চাইতে বেশি দেকা যায়। সোশ্যাল মিডিয়ায় দেখবেন প্রেমিক পুরুষ, এন্জেল সাদিয়া, আমি হিরো, আমি অমুক, তমুক নামের কোনো অভাব নাই। আপনার মাথায় যা আসে তা লিখেই সার্চ করে দেখেন ফেইসবুকে সেই নামেই আইডি পাবেন।

তো এটা আসলে বাংলাদেশিদের জন্য নতুন কিছু নয়। তবে ইন্টারন্যাশনাল ফোরাম হিসাবে নামে চুজ করাটাও জরুরী। অনেকে ইউনিক ইউজারনেম খুজতে গিয়ে এরকম নাম ব্যাবহার করে থাকেন। তবে এসব নাম অনেক বেশি দৃষ্টিকটু। অবশ্যই এটা যার যার ব্যাক্তিগত ব্যাপার। কারো ইউজারনেম তার ট্যালেন্ট বহন করে না। ট্যালেন্ট থাকলে ইউজারনেম যাই হোক না কেনো, কেউ আটকিয়ে রাখতে পারবে না। তবে মানুষ আপনাকে প্রথমে বিচার করবে এই ইউজারনেম দেখেই।