আপনি একাউন্ট যখনই করেন না কেনো সেটার সাথে মূলত একটিভিটির কোনো কানেকশন নেই। যেহেতু আপনি একটিভিটি পিরিয়ড সম্পর্কে জানেন, আপনার জন্য বুঝতে সুবিধা হবে। একটিভিটি পিরিয়ড শুরুর দিন থেকে শেষ দিনের ভেতরে যদি আপনি ১ টা পোস্ট করেন, তাহলে সেই পিরিয়ডের ১৪ টা একটিভিটি আপনার জন্য রিজার্ভ হয়ে যাবে। ধরেন নতুন একটিভিটি পিরিয়ড হচ্ছে ১ থেকে ১৪ তারিখ। পরের একটিভিটি পিরিয়ড হচ্ছে ১৫ থেকে ২৮ তারিখ। দুইটা পিরিয়ডের মধ্যে আপনি যদি ৩০ টা পোস্ট করেন, আপনার রিজার্ভ করা ২৮ টা একটিভিটিই আপনি পাবেন। আপনি এর থেকে বেশি একটিভিটি পাবেন না যদি না আপনার আগেই কিছু রিজার্ভ একটিভিটি না থাকে। আবার ১ থেকে ১৪ তারিখের ভেতরে ১ টা পোস্ট করলেন, আবার ১৫ থেকে ২৮ তারিখের ভেতরে আরেকটা পোস্ট করলেন, তবুও কিন্তু আপনার ২৮ টা একটিভিটি রিজার্ভ করা থাকবে। কিন্তু রিয়েল টাইমে আপনি দুইটা পোস্ট এর জন্য মাত্র দুইটা একটিভিটি পাবেন।
একজন চাইলে ১০ টা পোস্ট করেই ১৪০ একটিভিটি রিজার্ভ করে রাখতে পারে। এজন্য তাকে ১০ টা আলাদা আলাদা একটিভিটি পিরিয়ডে পোস্ট গুলো করতে হবে। কিন্তু তার ১০ টা পোস্ট এর জন্য কিন্তু তার প্রোফাইলে ১০ টা একটিভিটিই শো করবে। ধরেন এখন ১৪০ একটিভিটি রিজার্ভ করা আছে। এখন যদি সেই ব্যাক্তি ১ দিনেই আরো ১৩০ টা পোস্ট করে, তার একটিভিটি ১ দিনেই ১৪০ এ গিয়ে ঠেকবে।
আশা করি বুঝতে পেরেছেন। তবুও কনফিউশান থাকলে বলবেন, আরো বিস্তারিত আলোচনা করা যাবে।
আপনার এখন ৭০ টা একটিভিটি কারন আপনি ৫ টা একটিভিটি পিরিয়ড ধরে পোস্ট করছেন। আপনার পোস্ট সংখ্যা ১৩২। আপনি এখন থেকে যদি আর একটা পোস্ট ও না করেন, আর সামনের একটিভিটি পিরিয়ডে মাত্র ১ টা পোস্ট করেন, আপনার একটিভিটি হয়ে যাবে ৮৪। মানে ১ পোস্ট এর জন্যই যে ১৪ টা রিজার্ভ করা একটিভিটি ছিলো, সেটা এড হয়ে যাবে। প্রতি ১৪ দিন পর পর একটিভিটি ডিস্ট্রিবিউট হয়।
ধন্যবাদ ভাই,
এইটা নিয়ে আমার ধারনা ছিলোনা, যে এভাবে এ্যাক্টিভিটি রিজার্ভ রাখা যায় । সাধারণত ১৪ দিনে ১৪টা এ্যাক্টিভিটি হয়ে থাকে এটাই আমরা জানতাম।