Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
DYING_S0UL
on 31/08/2023, 09:13:27 UTC
বিটকয়েন টলকে কিভাবে কাজ করব।

বিটকয়েনটক কোন কাজ করার জায়গা না। বরং এটি একটা শিক্ষণীয় ফোরাম। আপনি এখানে বিটকয়েন সম্পর্কিত যাবতীয় যা আছে সকল তথ্য পাবেন। আপনাকে একটা কথা বলে রাখি, এটা কোনো সোসিয়াল মিডিয়া প্লাটফর্ম না যে আপনার না মনে চাইবে যেভাবে মনে চাইবে যা ইচ্ছা পোস্ট করবেন। এই ফোরামটি অনেক কঠোর নিয়ম কানুনের ব্যাপরে। সো আপনাকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে অবশ্যই। আপনার সর্বপ্রথম উচিত এই ফোরামের নিয়ম কানুন পড়ে নেয়া। (উপরের ভাই ব্রাদার রা যেসব লিংক দিয়েছে তা চেক করে নিবেন)

এখন আসি আয় করার কথায়। আপনি এখান থেকে অনেক ভাবেই আয় করতে পারবেন। কিন্তু প্রথমে আপনাকে শিখতে হবে এই ফোরামটি কিভাবে চলে। এখানে আপনি চাইলে বাউন্টির কাজ করতে পারেন। বাউন্টি মূলত বিভিন্ন কোম্পানির জন্য প্রচার প্রচারণার কাজ। এই কাজের জন্য আপনাকে ফেসবুক, টুইটার ইত্যাদি একাউন্ট থাকা অবশ্যক। অনেকেই বাউন্টি করে বাট আমি আপনাকে এটা করার উপদেশ দিবো না। বাউন্টি ছাড়াও আপনি সিগ্নেচার করতে পারবেন। কিন্তু এর জন্য আপনার মিনিমাম ফুল মেম্বার রাঙ্কের আইডি প্রয়োজন। এর জন্য আপনার ১২০ এক্টিভিটি এবং ১০০ মেরিট লাগে। তো আপনি যদি এই ফোরামে লেগে থাকেন, সময় দেন তাহলে আস্তে আস্তে উপরে উঠে যাবেন।

একটা কথা বলে রাখি, এখানে কোনো ধরনের কপি, পেস্ট, অন্যের পোস্ট কাজ চুরি এসব করা যাবে না। কোনো রকমের যদি অসৎ কাজে ধরা পড়েন তাহলে আপনার আইডি ব্যান হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন।