বিটকয়েন টলকে কিভাবে কাজ করব।
এটা আসলে বিটকয়েনটক হবে। আমরা অনেকেই ছোটবেলা আরকাইভ কে আরচিব বলতাম, এটা কোনো ব্যাপার না। আপনি কি আপনার আগের পোষ্ট এর রিপ্লাইগুলো চেক করেছেন? আপনাকে নিয়ে কিন্তু একটু সমালোচনা হয়েছে। আর আপনাকে কিছু পরামর্শ ও দেয়া হয়েছে আপনার আগের পোষ্ট এ। আপনি যদি আগের পোষ্ট গুলো না পড়ে নতুন করে আবার পোষ্ট করেন, তাহলে আপনি শিখবেন কিভাবে? আর আগের পোষ্ট যদি পড়ে থাকেন, সেটার রিপ্লাই যদি না দেন, তাহলে তো বুঝার কোনো উপায় থাকে না যে আপনি পোষ্ট গুলো পড়েছেন কি না। নইলে একই সাজেশন বার বার দেয়া লাগবে। আমি আর সাজেশন দিতে চাই না। অলরেডি অনেক সাজেশন দেয়া হয়েছে, সেগুলো ফলো করুন। কাজ করার আগে নিজের নাম টা বড় করুন।