এবারের আগস্ট মাসে আমাদের পোস্টের সংখ্যা ভালো উন্নতি হয়েছে। আগস্ট মাসে মোট পোস্ট হয়েছে ৩৬৬ টি যা জুলাই মাসের থেকে বেশি পোস্ট হয়েছে। এ মাসেও সর্বোচ্চ পোস্ট করে Learn Bitcoin ভাই 46 পোস্ট করে প্রথম স্থানে রয়েছে। আমাদের আরও একজন ভাই DYING_S0UL তিনি ৪২ পোস্ট করে ২ অবস্থানে রয়েছে। আমাদের আরও উন্নতি করতে হবে, পোস্টের সংখ্যা বাড়াতে হবে। ১ম ১০ জন পোস্ট দাতা নাম ও পোস্ট সংখ্যা উল্লেখ করা হলো।
1. Learn Bitcoin [46]
2. DYING_S0UL [42]
3. Bitcoin_people [27]
4. 2Pizza410000BTC [25]
5. Bd officer [23]
6. LDL [16]
7. Lion02 [14]
8. Z_MBFM [14]
9. Little Mouse [13]
10. Shishir99 [13]তথ্য এখান থেকে নেওয়া।এই মাসে আমি বাংলা লোকাল বোর্ডে অনেক পোস্ট করেছি দেখা যাচ্ছে, এর আগের মাসে মাত্র তিনটা না চারটা পোস্ট করেছিলাম তবে এই মাসে আমি পর্যাপ্ত পরিমাণ সময় দিয়েছি আমাদের লোকাল বোর্ডে। যাইহোক দেখে অনেক ভালো লাগছে যে তৃতীয় অবস্থানে আমার নাম এসেছে সত্যিই অবিশ্বাস্য।
আমি তো ভেবেছিলাম হয়তো ১০ জনের লিস্টের নিচে থাকবো আমার নাম কিন্তু দেখা যাচ্ছে তৃতীয় অবস্থানে গিয়েছি।
যাই হোক এই সেপ্টেম্বর মাসে আরো একটিভ থাকার চেষ্টা করব বাংলা লোকাল বোর্ডে, এবং সকলেই যাতে এরকম একটিভ থাকে এই আশাই করি তবে আমরা হয়তো ভবিষ্যতে নিজস্ব একটি লোকাল বোর্ড পেতে পারি।