Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Jack051
on 01/09/2023, 05:26:26 UTC
আসসালামুয়ালাইকুম..
আমার একটা বিষয়ে একটু বিস্তারিত জানার ছিল। হঠাৎ একদিন আমার এক ফ্রেন্ড বলতেছে যে তার টেলিগ্রামে যে  অ্যাকাউন্ট গুলো ছিল সেগুলো হঠাৎ উধাও হয়ে গেছে। প্রথমত আমি এটা বিশ্বাস করি নাই কিন্তু বেশ কিছুদিন পরে আরো কয়েকজনের কাছ থেকে শুনলাম তাদের টেলিগ্রাম একাউন্ট গুলাও নাকি উধাও হয়ে গেছে।
পরে আমি কয়েকজনকে জিজ্ঞেস করছিলাম আপনারা কোন টেলিগ্রাম অ্যাপস ব্যবহার করেন। তারা আমাকে বলল Telegram X অ্যাপস ব্যবহার করি। আমি এটিও জিজ্ঞেস করছিলাম আপনাদের কয়টি একাউন্ট একসাথে লগইন করা ছিল, প্রায় জনই বলছিল যে 20 টির উপরে অ্যাকাউন্ট লগইন করা ছিল। এর মধ্যে কারো দুইটি বা তিনটি অ্যাকাউন্ট রয়েছে আর বাকিগুলো উধাও হয়ে গেছে।
তারা এটাও বলল যে পরবর্তীতে ওই নাম্বার দিয়ে যখন টেলিগ্রাম অ্যাপস এ লগইন করতে ছিলাম এই নাম্বারটা ব্যান্ড নাম্বার বলতেছিল। তারা এটাও বলল যে, কোনভাবেই ওই নাম্বার গুলো দিয়ে টেলিগ্রাম একাউন্ট ওপেন করা যাচ্ছিল না।

##আমার প্রশ্ন হল যদি  Telegram X  অ্যাপ এ এতগুলো অ্যাকাউন্ট একসঙ্গে লগইন করে রাখা যায় এবং এতগুলো অ্যাকাউন্ট একসঙ্গে কোথায় চলে গেল..?
##এই চলে যাওয়া অ্যাকাউন্ট নাম্বার দিয়ে কেন আবার পুনরায় অ্যাকাউন্ট গুলো কোনভাবেই লগইন করা যাচ্ছিল না..?


অনেকগুলো পোস্ট পড়তে পড়তে আপনার এই পোস্টটা পেলাম,  আমি এমনটা শুনেছি কিন্তু এর কারণ খুঁজে পাইনি। যদি বাংলাদেশ লোকাল বোর্ডের সকল সিনিয়র মেম্বাররা এই বিষয়ে কেউ একটু বিস্তারিত বলতেন তাহলে সত্যিই বেশ উপকৃত হতাম।