Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Poorman2
on 01/09/2023, 06:57:59 UTC

ওকি আমি আবার এতোগুলো পোস্ট কবে করলাম!!!  Huh যাই হোক এই ninjastic কিভাবে ব্যবহার করে কেউ যদি একটু বুঝায় দিতেন ভালো হতো। আমি কখনো ঐটা ব্যবহার করিনি। আগা মাথা কিছুই বুঝতেছিনা কই দিয়ে কি হবে।

প্রথমে আপনাকে Ninjastic.space ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। তারপর একটি পেজ উপস্থাপন হবে সেই পেজটির ডানপাশে  Post ID নামে একটি অপশন থাকে ওখানকার তীর চিহ্নের উপর ক্লিক করলে কতগুলো অপশন দেখাবে যেমন, Post ID, Topic ID, Address, Username, User ID এর মধ্য থেকে আপনি যেকোনো একটি অপশন থেকে সার্চ করতে পারেন। বিশেষ করে আমরা প্রায় সকলেই Username দিয়ে সার্চ করে থাকি. Username দিয়ে সার্চ করার পর আপনার সামনে আরেকটি নতুন পেজ উপস্থাপন হবে। আর এই পেজে ওই আইডির টোটাল তথ্য উপস্থাপন হবে।
এই পেজে  Boards Activity, Merit, Topics, Address সবকিছু শো করবে। কোন বোর্ডে কয়টি পোস্ট করেছেন তা পারসেন্টেস সহ শো করবে আপনি চাইলে সেই বোর্ডের উপর ক্লিক করে ভিউ এর মাধ্যমে দেখতে পারবেন।
আমি আপনার আইডি DYING_S0UL ব্যবহার করে দুটি ছবির মাধ্যমে দেখিয়ে দিলাম.
আশা করি আপনি এখন সবকিছু বুঝতে পারবেন।