মাসের শুরুতে জ্বর ছিল জ্বর যে কয়েকদিন ছিল না তার থেকে বেশি মাথা নিয়ে এখন প্রবলেমে আছি . মাথা নিয়ে ওঠা বসা করা কাজ করা সবগুলোই প্রচুর কঠিন হয়ে পড়েছে আমার জন্য। তারপরেও এই মাসের একটিভিটিটা তৈরি করার চেষ্টা করলাম। যাই হোক বিগত মাসের থেকে পারফরম্যান্স এ মাসে একটু ভালো হয়েছে এজন্য ভালো লাগছে। সবাই এভাবে চালিয়ে যান আর আমার জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি। আগস্ট মাসের টোটাল পোস্ট হয়েছে = 372টি
এবং মেরিট ট্রানজেকশন হয়েছে = 92টি জুলাই মাসের টোটাল পোস্ট হয়েছে = ২৮৬টি