Post
Topic
Board Other languages/locations
Merits 6 from 3 users
Re: বাংলাদেশ (Bengali)
by
Crypto Library
on 01/09/2023, 14:22:27 UTC
⭐ Merited by DdmrDdmr (4) ,Little Mouse (1) ,DYING_S0UL (1)
আগস্ট মাসের অ্যাক্টিভিটি ২০২৩
মাসের শুরুতে জ্বর ছিল  জ্বর যে কয়েকদিন ছিল না তার থেকে বেশি মাথা নিয়ে এখন প্রবলেমে আছি .  মাথা নিয়ে ওঠা বসা করা কাজ করা সবগুলোই প্রচুর কঠিন হয়ে পড়েছে আমার জন্য।  তারপরেও   এই মাসের একটিভিটিটা  তৈরি করার  চেষ্টা করলাম।
যাই হোক বিগত মাসের থেকে পারফরম্যান্স এ মাসে  একটু ভালো হয়েছে এজন্য ভালো  লাগছে।  সবাই এভাবে চালিয়ে যান আর আমার জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে  উঠি।

আগস্ট মাসের  টোটাল পোস্ট হয়েছে           = 372টি

এবং  মেরিট ট্রানজেকশন হয়েছে                = 92টি



জুলাই মাসের  টোটাল পোস্ট হয়েছে           = ২৮৬টি

এবং  মেরিট ট্রানজেকশন হয়েছে                = ৫২টি




প্রথম দশজন পোস্টদাতা
1. Learn Bitcoin [46]
2. DYING_S0UL [43]
3. Bitcoin_people [27]
4. 2Pizza410000BTC [26]
5. Bd officer [24]
6. LDL [16]
7. Lion02 [14]
8. Shishir99 [14]
9. Z_MBFM [14]
10. Little Mouse [13]

জানুয়ারি মাসের অ্যাক্টিভিটি ২০২৩
ফেব্রুয়ারি মাসের অ্যাক্টিভিটি ২০২৩
মার্চ মাসের অ্যাক্টিভিটি ২০২৩
এপ্রিল মাসের অ্যাক্টিভিটি ২০২৩
মে মাসের অ্যাক্টিভিটি ২০২৩
জুন মাসের অ্যাক্টিভিটি ২০২৩

এনাদের ক্রেডিট না দিলেই নয়
Ninjastic.Space -> TryNinja
Merit Dashboard -> DdmrDdmr