Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Little Mouse
on 02/09/2023, 07:03:50 UTC
ধরেন আপনি ৫০০ টাকার বাজেটের মধ্যে ডিম কিনতে চান। ধরেন ডিমের দাম বাংলাদেশে প্রতিনিয়ত আপডাউন হচ্ছে। আপনি পাঁচটি ক্যাটাগরিতে ডিম কিনলেন ।
১ম ক্যাটেগরি ৪০ টাকা হালি ১৫ টি ডিম= ১৫০ টাকা
২য় ক্যাটেগরি ৪৮ টাকা হালি ১০ টি ডিম= ১২০ টাকা
৩য় ক্যাটেগরি ৩৬ টাকা হালি ১০ টি ডিম= ৯০ টাকা
৪র্থ ক্যাটেগরি ৫২ টাকা হালি ৮ টি ডিম = ১০৪ টাকা
৫ম ক্যাটেগরি ৩৬ টাকা হালি ৪ টি ডিম =৩৬ টাকা

মোট টাকা=৫০০
মোট ডিম=৪৭
Average Cost =৫০০÷৪৭ =১০.৬৪ টাকা

আপনার এই উদাহরণটা একটু জটিল আসলে। আপনি বিভিন্ন ফ্রিকুয়েন্সিতে বিভিন্ন টাকার + বিভিন্ন এমাউন্টের ডিম ক্রয় করছেন। আপনি কিভাবে জানেন কখন কতটি ডিম ক্রয় করা উচিত। ডলার কস্ট এভারেজিং এ সাধারণত আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ ফিক্স করতে হবে যেটা আপনি আপনার নির্ধারণ করা ফ্রিকুয়েন্সিতে বিনিয়োগ করবেন।
যেমন, ধরে নেন আপনি প্রতি মাসে ১ হাজার টাকার বিটকয়েন ক্রয় করবেন। এইখানে আপনি কত টুকু বিটকয়েন পাবেন না নিশ্চিত নয় কিন্তু প্রতি মাসে কত বিনিয়োগ করবেন সেটা আপনি ফিক্স করে রেখেছেন। এখন আপনি যদি এর বেশি বিনিয়োগ করেন সেটা আসলে ডলার কস্ট এভারেজিং মে্থডে এক্সাক্টলি থাকে না।
মনে করুন, বিটকয়েনের দাম ১০০০ টাকা। তাহলে আপনি ১ হাজার টাকায় ১ টি বিটকয়েন পাবেন। পরের মাসে আপনার কাছে এক্সট্রা টাকা আছে বলেই যদি আপনি ২ হাজার টাকার বিটকয়েন নিয়ে নেন (সেটা আপনার জন্য ভালো), তাহলে আপনার দাম এভারেজ হওয়ার চেয়ে বেশি/কম হওয়ার সম্ভাবনা থাকছে না?
যাই হোক, যারা DCA মেথডে বিটকয়েনের রিটারন কেমন সেটা দেখতে চান তারা এই ওয়েবসাইট অনুসরণ করতে পারেন- https://dcabtc.com/