Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
tjtonmoy
on 03/09/2023, 18:43:35 UTC
~কাট
যেহেতু এইগুলা ক্রিপ্ট কারেন্সি এর সাথে জড়িত, সেহেতু এগুলা বাইরে থেকে না আনাই ভালো। হয়ত এইটার সুত্র ধরে আপনার ক্রিপ্টকারেন্সি এর সাথে সম্পর্ক এইটা বের করে ফেলতে পারে। তবে বাইরে থেকে কেউ আসলে তাদের দ্বারা আপনি দেশ এ নিয়ে আসতে পারেন। সেক্ষেত্রে রিস্ক কম। তবে বাইরে থেকে পারসেল হিসেবে আনলে কাস্টমস এ আটকায় দিতে পারে এবং পরে সমস্যায় পরতে পারেন।
বাইরে থেকে কেউ ওইভাবে নিয়ে আসছে কি না তারা ভালো বলতে পারবে। তবে এত রিস্ক নিয়ে ওইটা না আনাই ভালো।

আমি বাউন্টি ম্যানেজার এর সহকারী হিসাবে কাজ করতে চাই ।
আমি গুগল সিট আপডেট করতে পারবো । আমি অনেক সময় দিতে পারবো । আমি কাজটা কোথায় পাবো । বড় ভাইয়েরা বলবেন প্লিজ ।
সার্ভিস সেকশন এ আপনি এই বিষয়ে আপনি পোস্ট করতে পারেন। লোকাল কমিউনিটি তে আমার জানা মতে Little Mouse ভাই CM/BM তবে উনি নিজে করেন কি না বা কাউকে দিয়ে করিয়ে নেন তা জানা নেই। আপনি ওনার সাথে কথা বলে দেখতে পারেন। তবে বেশি ভালো হয় গ্লোবাল কমিউনিটি তে যেয়ে এই বিষয়ে কথা বলা। ওই সকল জায়গায় আপনার বেশি কাজ পাওয়ার চান্স আছে।

অনেক দিন পর লোকাল কমিউনিটিতে আসলাম। জ্বরে পরে ছিলাম বিছানায়। আশাকরি এখন থেকে রেগুলার আপনাদের সময় দিতে পারব ইনশাআল্লাহ।