আপনাদের কাছে একটা পরামর্শ চাচ্ছি আমি যদি বিদেশ থেকে কোনো physical crypto Collectib আনি মানে কেউ আমার ঠিকানায় পাঠায় যেমন Collectib হতে পারে একটা Bitcoin, Ethereum এগুলার কয়েন। তাহলে কি কোনো ঝামেলা হবার সম্ভাবনা আছে? যেহেতু বাংলাদেশে ক্রিপ্টো বৈধ না তাই এই বিষয় নিয়া ভয় পাইতেছি। আপনারা একটু বিষয়টা বলবেন আপনাদের থেকে পরামর্শ চাইতেছি।
এগুলো নিয়ে কাষ্টম্সে সমস্যা হবে কি না বলতে পারছি না। তবে আমার কয়েকদিন আগের পোষ্ট টা দেখেছেন মনে হয়। না দেখে থাকলে একবার দেখে আসবে
এখান থেকে। এটার নাম কিন্তু ভাই বাংলাদেশ। বিদেশ থেকে কোনো পন্য আমদানি করলে আপনি যদি এ ব্যাপারে তেমন কিছু না বুঝেন, তাহলে ৫০০ টাকার মালের জন্য আপনার কাছে ৫ হাজার টাকা চাইবে। সুতরাং কোনো এক্সপ্রেস ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট আনতে হবে এবং তারাই যেনো সকল খরচ বহন করে সেটাও খেয়াল রাখতে হবে। নয়তো গানের চেয়ে বাজনা বেশি হয়ে যাবে।
আমার পার্সেল এর এখনো কোনো আপডেট পাইনি। যদিও ডি এইচ এল বলেছিলো ২-৩ কর্মদিবসের মধ্যে রিলিজ হয়ে যাবে। যেহেতু আমার আর কাজ নেই, তাই আমি আর তাদের এ ব্যপারে জালাইতে চাই না। তারা আস্তে আস্তে রিলিজ করে আমার কাছে পাঠাক।