আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহুআমি বিটকয়েনটকে নতুন। গতকাল আমি গুগলে একটু ঘাটাঘাটি করছিলাম। তখন আমার সামনে Bitcointalk.org নামে ওয়েবসাইট আসল। তখন কী আগ্রহ করে সেখানে ঢুকে একটা একাউন্ট খুললাম। তারপর তার নিয়মগুলো পড়লাম। আমি জানতে পারলাম বাংলাদেশ নামে একটা থ্রেডও আছে। তখন আমার খুব আনন্দ লাগল। থ্রেডে এসে দেখলাম অনেক সিনিয়র এবং জুনিয়র মেম্বাররা আছেন। তারপর আমি সকল নিয়মকানুন পড়ে বুঝলাম এখানে অনেক সাবধানে কাজ করতে হবে। অনেকের লেখাগুলোও পড়লাম। দেখলাম অনেকের আইডি ব্যানও হয়ে গেছে। আমার কাছে সবচেয়ে ভালো লাগল Learn Bitcoin ভাইয়ের পোস্টগুলো। তিনি অনেক সুন্দর করে সবাইকে বোঝান। তার প্রত্যেকটা পোস্ট তথ্যমূলক। তার পোস্ট থেকে আমি অনেক কিছু জানতে পারলাম।
কিন্তু আমার একটা প্রশ্ন ছিল। প্রশ্নটা হচ্ছে : আমাকে প্রত্যেকবার এই থ্রেডে আসতে হলে প্রথমে গুগলে সার্চ করে অনেক সময় নষ্ট করে আসতে হচ্ছে। যদি এইখানে অনেক দ্রুত আসার কোনো শর্টকাট উপায় থাকে তাহলে আমাকে একটু জানাবেন প্লিজ।
