@Crypto Library
আপনাদের কাছে একটা পরামর্শ চাচ্ছি আমি যদি বিদেশ থেকে কোনো physical crypto Collectib আনি মানে কেউ আমার ঠিকানায় পাঠায় যেমন Collectib হতে পারে একটা Bitcoin, Ethereum এগুলার কয়েন। তাহলে কি কোনো ঝামেলা হবার সম্ভাবনা আছে? যেহেতু বাংলাদেশে ক্রিপ্টো বৈধ না তাই এই বিষয় নিয়া ভয় পাইতেছি। আপনারা একটু বিষয়টা বলবেন আপনাদের থেকে পরামর্শ চাইতেছি।
ধন্যবাদ
ভাই আমরা বাংলাদেশে থাকি যেখানে আইন থাকলেও প্রয়োগ নাই আবার আইনে না থাকলেও টাকা খাওয়ার জন্য পুলিশ নিজেদের আইন বানায়। আর কালেক্টিভগুলো যদি হয় বিটকয়েন বা অন্য কোনো ক্রিপ্টো কয়েন তাহলে এগুলো নিয়ে ঝামেলা হবার কথা না আবার ঝামেলা একেবারেই হবে না এটাও বলা যায় না। এখন বাংলাদেশে ক্রিপ্টোর জন্য অনেক অভিজান চালাচ্ছে প্রশাসন কারন MTFE বাংলাদেশ থেকে শতকোটি টাকা স্কাম করছে তাই বাংলাদেশ প্রশাসন অনেক খেপা। তাই একটি সাবধান থাকাই ভালো কারন এইসব সাধারণ বিষয়গুলোর জন্যও তারা ঝামেলা করতে দ্বিদাবোধ করবো না যদি সুযোগ পায়। তাই এখন এটা আপনার ব্যাক্তিগত বিষয় যে রিস্ক নিয়া সেগুলো আনবেন কি না। আমি বিষয়টির ধারণা দেওয়ার চেষ্টা করলাম মাত্র
ভাই আমাদের দেশের আইন যেহেতু নড়ভরে সেখানে অজথাই নিজেদের ঝামেলাই ফেলবার কোনো দরকার নেই, ঝামেলা থেকে দূরে থাকাই অনেক ভালো।
গতো কালকে 'ডাচ বাংলা' ব্যংকে গিয়েছিলাম আমার পরিচিত একজনের সাথে, MTFE এর কারন দেখিয়ে তারা প্রতিদিনের লেনদেনের পরিমান অনেক কমায়ে দিছে, কিছুদিন আগেও 'ডাচ বাংলা' এর ATM বুথ থেকে
যে কোনো কার্ড দিয়ে ১ লাখ টাকা উঠানো যেতো, এখন তা বেশিরভাগ কার্ডে ৪০-৫০ হাজার টাকা করে দিয়েছে। আর নতুন নিয়ম করতে যাচ্ছে ৫০ হাজার বা তার বেশি টাকা পাঠাতে গেলে এনআইডি কার্ড, পারপাস এবং কেনো পাঠাচ্ছে তার কাগজ পত্র লাগবে।
আর এদিকে পোশাকের বিপরিতে শত কোটি টাকা হাওয়া । নিচে পুরো খবরের লিংক দেয়া হলো।
পোশাক রপ্তানির আড়ালে ১০ কোম্পানির ৩০০ কোটি টাকা ‘পাচার’।