Post
Topic
Board Other languages/locations
Merits 7 from 6 users
Re: বাংলাদেশ (Bengali)
by
LDL
on 05/09/2023, 09:58:46 UTC
⭐ Merited by Xal0lex (2) ,Little Mouse (1) ,DYING_S0UL (1) ,2Pizza410000BTC (1) ,roksana.hee (1) ,DdmrDdmr (1)
বিটকয়েনের টাকায় অপারেশন

বিটকয়েন পৃথিবীর বিভিন্ন দেশে মানুষ বিভিন্নভাবে ব্যবহার করে কিন্তু আমার বাংলাদেশে বিটকয়েন প্রকাশ্যে ব্যবহার করার কোন উপায় নেই কিন্তু আজকে এই মূল্যবান কারেন্সি আছে বলেই আমি আমার স্ত্রীর পিত্তথলির অপারেশনের টাকা ম্যানেজ করতে পারলাম। বেশ কয়েকদিন যাবত হাসপাতালের এদিক-ওদিক দৌড়াতে দৌড়াতে আজ সিদ্ধান্ত হইলো অপারেশন করতেই হবে। বেশ কয়েক সপ্তাহ ধরে সিগনেচার ক্যাম্পেইনের টাকা সঞ্চয় করে আজ ডাক্তার অপারেশন করার সিদ্ধান্ত জানিয়ে দিবে এবং আগামী শুক্রবারে অপারেশন হতেই হবে। তো আজ যদি এই সিগনেচার ক্যাম্পেইনের বিটকয়েন না থাকতো তাহলে হয়তো আমার জন্য কষ্ট হতো অপারেশনের টাকা ম্যানেজ করতে। ৪৫ হাজার টাকা লাগবে অপারেশন করতে যেটা আমি সিগনেচার ক্যাম্পেইনের সন্ঞয় করা বিটকয়েন বিক্রি করে দিয়ে ম্যানেজ করে ফেলেছি।
আজ আমি এই বিটকয়েন ফোরাম আছে বলেই হয়তো এই ব্যাকআপ টুকু পেলাম।