অভিনন্দন
@2Pizza410000BTC দ্রুত আরও একটি র্যাংক অর্জন করার জন্য। বাংলা কমিউনিটিতে আর একজন ফুলমেম্বার সদস্য যুক্ত হল। পরিশ্রম কখনই বৃথা যায় না যারা পরিশ্রম করবে তারা বিফলে যাবে না। মহান আল্লাহ তাদের কে অবশ্যই তার পরিশ্রমের পারিশ্রমিক দিবেন। যাই হোক বাংলা কমিউনিটি আগের চেয়ে তুলনামুলকভাবে এখন অনেক স্ট্রং এবং আগামি দিনগুলোতে এর আরও প্রসার ঘটবে।
Learn Bitcoin ভাইকে ধন্যবাদ জানাতে চাই যে আপনি যে বিষয়টি নিয়ে অনুবাদ করেছেন তা ছোট কোন বিষয় নয়। আমি লেখাটি ইগনর করেছিলাম কারন এটি অনেক বড় আর্টিকেল ছিল তবে উপেক্ষা করতে পারলাম না অনেক তথ্য এবং উপাত্তে ভরা রয়েছে আর্টিকেলটি এবং যার হেড লানটি ছিল এমন যে আমার পড়া উচিত। তবে সম্পূর্ণ পরে খুবই সামান্য ধারনা নিয়েছি। বিষয়টি অনেক জটিল যেটি নিয়ে আপনি কাজ করেছেন। স্বাভাবিকভাবেই এটি একটি সময় সাপেক্ষ্য পরিশ্রমের কাজ যেখানে ধৈর্য্য ছাড়া করা সম্ভব নয়। আমি বুঝতাম না যদি না আমি আপনার অনুবাদটি না পরতাম।
জুলিয়ান অ্যাসাঞ্জ একজন অস্ট্রেলিয় সাংবাদিক যিনি সর্বদা তথ্যের মুক্তির জন্য কাজ করার আহবান জানিয়ে আসছিলেন। তার কর্মের কারনে তাকে দীর্ঘ সময় যাবৎ কারারুদ্ধ জীবন যাপন করতে হচ্ছে। সত্য এবং গোপন তথ্য প্রকাশের জন্য তাকে শাস্তি পেতে হচ্ছে। অনলাইনে গোপন তথ্য প্রকাশ করার ক্ষেত্রে যার ব্যাপক সুনাম তৈরী হয়েছিল। তবে জনগনের ব্যেক্তিগত তথ্য নিরাপদে রাখার জন্য তিনি সর্বদা আগ্রহি ছিলেন। তিনি যেমন তথ্য প্রকাশের স্বাধীনতা চেয়েছেন সেই সাথে ব্যেক্তিগত তথ্য গোপন রাখতেও গুরত্ব দিয়েছেন। তার কাজের জন্য তিনি প্রায়ই সরকারের সাথে বিরোধের জেরে অভিযুক্ত হতেন এবং এক পর্যায়ে একটি মামলায় তিনি অভিযুক্ত আছেন কিন্তু তিনি সেখানে নিজেকে নির্দোশ বলে দাবি করেন।
ক্রিপ্টোকারেন্সিতে তাকে আইডল বলার কারন কি তা আমি গুছিয়ে বলতে না পারলেও তবে আমার কাছে যেটি মনে হয়েছে তা হল ব্যেক্তিগত তথ্যের গোপনীতা এবং এর নিরাপত্তা এই বিষয়টি থেকেই মুলত ক্রিপ্টোকারেন্সিতে তাকে আইডল বলা যেতে পারে। যদিও আমি তার বিষয়ে ভাল জানিনা। তবে আমার সামান্য জ্ঞানে আমি এই বিষয়টিকেই রিলেট করতে পারি।