Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলাদেশ (Bengali)
by
DYING_S0UL
on 08/09/2023, 02:48:09 UTC
⭐ Merited by HelliumZ (1)


ক্যাটাগরিভিত্তিক ইউজারদের পোষ্টের সংখ্যা আগের মতই স্থিতিশীল রয়েছে এবং আশা করি সেপ্টেম্বর মাসে আমাদের প্রত্যেকের পোস্টের সংখ্যা বৃদ্ধি পাবে এবং আমরা সেই লক্ষ্য অর্জনে সর্বদা বেশি বেশি একটিভ থাকার চেষ্টা করব।

এই মাসে লোকালে মেরিট ট্রান্সফার সংখ্যা বেশি বৃদ্ধি পেয়েছে। গত জুলাই মাসে লোকাল কমিউনিটিতে মেরিট আদান-প্রদান হয়েছে ৯২ টি কিন্তু এবার আগস্ট মাসে মেরিট আদান-প্রদান বৃদ্ধি পেয়ে ১৪৬ টি হয়েছে। এটা আমাদের জন্য একটি আনন্দের বিষয় কেননা কোন মেরিট সোর্স না থাকা অবস্থায় আমাদের একান্ত প্রচেষ্টায় মেরিট উপার্জন করে সেই মেরিট এখানে ডিস্ট্রিবিউশন করে অন্যান্য স্বতন্ত্র লোকাল বোর্ডের তুলনায় আমরা অনেকটা এগিয়েই আছি বলা যায়। এরকম মাইল ফলক যাতে সর্বদা ধরে রাখতে পারি এর জন্য আমাদের সকলকে একতাবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে।

আগস্টে বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডের সবচেয়ে বেশি পোস্ট করা ইউজারের নাম ও পোস্ট সংখ্যা
1. Learn Bitcoin [46]   
2. DYING_S0UL [43]   
3. Bitcoin_people [27]
4. 2Pizza410000BTC [26]   
5. Bd officer [24]   
6. LDL [16]
7. Lion02 [14]   
8. Shishir99 [14]   
9. Z_MBFM [14]
10. Little Mouse [13]

ভাই নিজস্ব লোকাল বোর্ড কি পাবো? কিছু মনে হয়? ইন্টারন্যাশনাল বোর্ডেও তো মাসিক এই হিসাব দেয়া হয় সেখানে কি আমাদের নিয়ে কথা বার্তা হয়? কেউ পোস্টটির লিংক থাকলে দিয়েন তো, আমি ভুলে গেছি কোন সেকশনে ছিল।

আর একটা কথা সব বাঙালি মেম্বারদের বলি আপনারা সব খানেই মেরিট শেয়ার করেন সমস্যা নেই, বাট এতটু চেষ্টা কইরেন নিজেদের বোর্ডে বেশি বেশি দেয়ার, যদি পোস্ট ভালো হয়। এ বিষয়ে সিনিয়রদের দৃষ্টি আকর্ষণ করতেছি। কারন আমাদের কোনো মেরিট সোর্স নাই তাই আমরা সহজে এগাতে পারিনা। আমি এই কথাটা বল্লাম কারণ আমি একদিন এক পাকিন্তানি মেম্বারের মেরিট আদান প্রদান চেক করেছিলাম, তার মেরিট সেন্ডিং এ একটাও বাহিরের বোর্ডে কিছু ছিলনা, যা ছিল সব গনহারে তার লোকালে দেয়া। (তিনি হয়তো মেরিট সোর্স তাই এমন)। আর আমরা কি মেরিট সোর্স পাবো না? কেউই কি আপ্লাই করেননি? বা সেই পর্যায়ে যেতে পারেননি? Learn Bitcoin ভাই এই বিষয়ে কি কিছু জানেন? যেহেতু আপনিই সবথেকে এক্টিভ মেম্বার!

সবশেষে নিজের কথা বলি। আমি এতোগুলো পোস্ট কবে করলাম নিজেও কনফিউজড  Huh। এক বছর আগেও আইডিটি বানালেও আমি মাত্র একমাস হলাম আক্টিভ। তখন কিছু ব্যক্তিগত কারনে ফোরামে থাকা হয়নি। যাই হোক আশা করি এভাবেই বাংলা বোর্ডে উপরে থাকতে পারবো। এমন কি Learn Bitcoin ভাইয়ের উপরের?