তাই আমার মনে হয়, যুক্তি দিয়া যদি ভাবেন, থ্রেডের নাম বাংলাদেশ (Bengali) থেকে বাংলা (Bengali) করন উচিৎ। যারা সহমত, তারা রিপ্লাই দেওনের সময় সাবজেক্ট পাল্টাইয়া দেন আমার মতন। যদিও মোবাইলে এইটা করন একটু সমস্যা।
থ্রেডের নাম বাংলাদেশ (Bengali) থেকে বাংলা (Bengali) পরিবর্তনের পক্ষে ও বিপক্ষে সবার মতামত চাইতাসি...
মতামত চাওয়ারই কোন প্রয়োজন নাই। বাংলাদেশ রয়েছে এটাতে কি সমস্যা হচ্ছে এটাই তো আমি বুঝতেছিনা। আপনার কথায় যুক্তি রয়েছে কিন্তু এমন হলে তো লোকাল বোর্ড মানে প্রয়োজনই নাই ইন্ডিয়ার পাকিস্তানের ভাষাও তো সেম হিন্দি আবার ইন্ডিয়ার মধ্যে ডিফারেন্ট ভাষা আছে তারা কি করবে। মনের একটা প্রশান্তি থাকবে এখানে বাংলাদেশ নামটাই থাকুক এটা নিয়ে ভোটাভুটি নাই চলুক আমার মনে হয় এই ফোরামে বেশিরভাগ লোকই বাংলাদেশী আর যদি ইন্ডিয়ান কোন ভাই থেকে থাকেন তারা ইন্ডিয়ার লোকাল বোর্ডে গিয়ে আবেদন করতে পারেন চাইল্ড বোর্ড খোলার জন্য, আর বাংলাদেশ নাম থাকাতে যে কলকাতার বাঙালিরা এখানে কোন কথা বলতে পারবেনা এমন কোন বাধ্যবাধকতা তো নেই।
আমি নিজেও হিন্দি , উর্দু হালকা হালকা পারি আমি মাঝে মধ্যে পাকিস্তানি বোর্ডে পোস্ট করেছি। তারা একই ভাষায় কথা বলে দেখে যে তাদের ইচ্ছা নেই যে আলাদা বোর্ড থাকুক এমন কিন্তু নয় তাদের প্রত্যেককে জিজ্ঞাসা করলে আমার মনে হয় বেশিরভাগ উত্তর এটাই হবে যে আমাদেরও একটা পার্সোনাল বোর্ড থাকুক। বিভক্তির কথা বলতেছি না।
বাংলাদেশী থাকুক, এইসব আলোচনার থেকে টেকনিক্যাল কোন কিছু শেয়ার হলে আরো বেশি ভালো হবে নতুন কিছু জানতে পারবো। । বাই দ্যা ওয়ে নো ওপেনস