তাই আমার মনে হয়, যুক্তি দিয়া যদি ভাবেন, থ্রেডের নাম বাংলাদেশ (Bengali) থেকে বাংলা (Bengali) করন উচিৎ। যারা সহমত, তারা রিপ্লাই দেওনের সময় সাবজেক্ট পাল্টাইয়া দেন আমার মতন। যদিও মোবাইলে এইটা করন একটু সমস্যা।
থ্রেডের নাম বাংলাদেশ (Bengali) থেকে বাংলা (Bengali) পরিবর্তনের পক্ষে ও বিপক্ষে সবার মতামত চাইতাসি...
প্রস্তাবনা সুন্দর কিন্তু লোকাল বোর্ড পেতে আমার মনে হয় না এইটা কোন ইস্যু হতে পারে। যদি আমাদের লোকালে যথেষ্ট মেম্বার থাকে + এক্টিভিটি থাকে, তাহলে আশা করি আমরা লোকাল বোর্ড পেয়ে যাবো। মোটামুটি আরো ২০-৩৫ জন এক্টিভ মেম্বার লাগে। আপনি তো অনেকদিন এইখানে আছেন। আপনি এক্টিভ হতে পারেন। আমাদের জন্য সেটা ভালো হত। নিশ্চয়ই আপনি এইখানে আমাদের বেশি ক্রিপ্টোকারেন্সি নিয়ে জ্ঞান রাখেন।
তাছাড়া যে যত যাই বলুক, এই থ্রেড ক্রিয়েটর এর উপরে আমরা কেউ না। কারন এইটা সেলফ মডারেটেড থ্রেড। উনার সিদ্ধান্তই বড়।
কেউ যদি Flush.com এর গিভএওয়েতে জয়েন করতে চান-
https://bitcointalk.org/index.php?topic=5466093.0শর্ত- ফ্লাশে আপনার একটা একাউন্ট থাকতে হবে এবং যে কোন এমাউন্ট এর একটা ডিপোজিট থাকতে হবে।
যারা নতুন, ফ্লাশে একাউন্ট করে ছোট এমাউন্ট ডিপোজিয় করতে পারেন।