It would have been nice to get this attention in any other context. WikiLeaks has kicked the hornet's nest, and the swarm is headed towards us.
কিন্তু আমার এমন মনে হয় না যে সরকার তখন সাতোশি কে কিছু করেছে। কারন যার জন্য বা যে কারনে করবে, তারা সে জুলিয়ানকেই ধরতে পারেনি তখনো, সাতোশি কে কিভাবে ধরবে? অবশ্য জুলিয়ান এখন কারাগারে আছেন।
ব্যাপার গুলা একটু জটিল এবং অনেক চিন্তা ভাবনা করেও অনেক প্রশ্নের জট খোলা যায়না, কিন্তু আপনার সাথে এই ক্ষেত্রে আমি একমত যে, সাতোশি কে সরকার এখনো কিছু করতে পারেনি আর সে যদি বেচেও থাকে তাহলেও কোনো সরকার তাকে কিছুই করতে পারবেনা।