Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলাদেশ (Bengali)
by
Bd officer
on 17/09/2023, 09:55:01 UTC
⭐ Merited by Little Mouse (1)
বিটকয়েনের নামে ৩০০ কোটি টাকা আত্মসাৎ

নিউজটি আমি ঢাকা টাইমস নিউজে থেকে পেয়েছি, আমাদের এখানে হয়তো অনেকেই নিউজ টি দেখেন নি নিউজটি বিটকয়েন সম্পর্কে নিয়ে তাই এখানে শেয়ার করলাম। নিউজ টি দেখে আমি অবাক হয়েছি আমাদের বাংলাদেশে বিটকয়েন অবৈধ বিটকয়েন নিয়ে কেউ সমালোচনা করতে ভয় পায়। কিন্তু নুরনবী পলাশ ও মিনহারুল হক মিঠু এবং তার সহচারী নিয়ে রাজশাহী ও চাপাইনবয়াবগঞ্জ বেশ কিছু লোক জনের কাছে থেকে বিটকয়েন ব্যবসা নামে প্রায় ৩০০ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। সেই ভুক্তভোগীরা লোকজন ৩ জনের বিরুদ্ধে মামলা করেন। পলাশ ও মিঠু কে পুলিশ যৌথভাবে অভিযান করে গ্রেপ্তার করেন। শুক্রবারে তাদের কারাগারে পাঠানো হয়।

নিউজটি ঢাকা টাইমস থেকে মুল বিষয়টুকু পোস্ট করেছি : বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।