Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
DVlog
on 19/09/2023, 18:04:39 UTC
মাঝে মাঝে দেখি বাংলাদেশ লোকাল বোর্ডের কিছু নতুন সদস্য জেনারা অল্প কিছুদিন ধরে আসছে তারা মাঝে মাঝে ভালোই একটিভ থাকেন আবার দেখি অনেক পোস্ট গুলাও করে থাকে আবার দেখি খুব তাড়াতাড়ি তারা তাদের আইডিটি নষ্ট করে দেয় , আসলে বুঝি না তারা কি কখনো নিয়ম অনুযায়ী চলে না নাকি তারা নিজেদের দুর্বলতাকে প্রকাশ করে বারবার  ঠকে.
আজ দেখলাম অনেকগুলো আইডিকে টাস্ট দেওয়া হয়েছে তার মধ্যে @Tiger420  ভাই রয়েছে. আপনি একজন  বাউন্টি ইউজার, আপনি স্বাভাবিকভাবে বাউনটির কাজ করে থাকেন. আপনার অনেক সতর্কতা থাকা উচিত ছিলআমি দেখলাম আপনি সহ আরো অনেক জনকে একসঙ্গে ট্রাস্ট দেয়া হয়েছে. তারা সবাই আপনার মতই একই ভুল করেছিল.সম্ভবত আপনারা সকলেই একই ওয়ালেটে টোকেন ডিপোজিট করেছিলেন . তাই আপনাদের সকলকেই রেড ট্রাস্ট দেয়া হয়েছে.



উনি একসাথে অনেকগুলো আইডি দিয়ে বাউন্টি ক্যাম্পেইন করেছে আবার chat gpt দিয়েও পোস্ট করেছে যা ফোরাম এর নিয়ম এর সাথে সাংঘর্ষিক। অনেকেই দেখি এসবের কোনো গুরুত্ব দেয় না। আর এখন বেশিরভাগ altcoin বাউন্টি ক্যাম্পেইন গুলোই স্ক্যাম। যারা এসব ক্যাম্পেইন এ কাজ করার জন্যে মাল্টিপল আইডি ব্যবহার করছেন তারা শুধু ফোরাম এর পরিবেশ এ নষ্ট করছেন না তারা আমাদের রেপুটেশন ও নষ্ট করছেন। যারা মনে করছেন এই ফোরামকে ইনকাম এর একমাত্র উৎস বানাবেন তাদের জন্যে সমবেদনা।