Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
DYING_S0UL
on 20/09/2023, 11:14:46 UTC
মাঝে মাঝে দেখি বাংলাদেশ লোকাল বোর্ডের কিছু নতুন সদস্য জেনারা অল্প কিছুদিন ধরে আসছে তারা মাঝে মাঝে ভালোই একটিভ থাকেন আবার দেখি অনেক পোস্ট গুলাও করে থাকে আবার দেখি খুব তাড়াতাড়ি তারা তাদের আইডিটি নষ্ট করে দেয় , আসলে বুঝি না তারা কি কখনো নিয়ম অনুযায়ী চলে না নাকি তারা নিজেদের দুর্বলতাকে প্রকাশ করে বারবার  ঠকে.
আজ দেখলাম অনেকগুলো আইডিকে টাস্ট দেওয়া হয়েছে তার মধ্যে @Tiger420  ভাই রয়েছে. আপনি একজন  বাউন্টি ইউজার, আপনি স্বাভাবিকভাবে বাউনটির কাজ করে থাকেন. আপনার অনেক সতর্কতা থাকা উচিত ছিলআমি দেখলাম আপনি সহ আরো অনেক জনকে একসঙ্গে ট্রাস্ট দেয়া হয়েছে. তারা সবাই আপনার মতই একই ভুল করেছিল.সম্ভবত আপনারা সকলেই একই ওয়ালেটে টোকেন ডিপোজিট করেছিলেন . তাই আপনাদের সকলকেই রেড ট্রাস্ট দেয়া হয়েছে.



সোর্সটা দিয়েন তো বা পোস্টে যোগ কইরেন।