Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Shishir99
on 20/09/2023, 11:25:32 UTC
আরে ভাই কী করব, জীবনটাই বেদনার! আমি শুধু একজনের আইডিতে ডলার sent করেছি। কারণ আমি ডলার বিক্রি করতে পারি না তাই আমি আমার এক ভাইয়ের কাছ থেকে আমার ডলারগুলো বিক্রি করে নিতাম। তার বাসা আমার বাসার পাশে। তার নাম Rasel Mahmud। এতে আমার কোনো দোষ নেই। তবুও আমাকে Red Trust দিল।😭😭😭

আমি দেখলাম আপনার প্রোফাইলে আপাতত কোনো ট্যাগ নাই। নেগেটিভ ট্যাগ রিমুভ করে আপনাকে নিউট্রাল ট্যাগ দেয়া হয়েছে। তবে রেফার্নেস চেক করে দেখলাম আপনি এ আই ব্যাবহার করে পোষ্ট করছেন যে কারনে আপনাকে আপতত নিউট্রাল ট্যাগ দিয়েছে। ধরে নিলাম আপনি বাউন্টি চিটিং করেন নাই, কিন্তু বাংলা থ্রেড এ এতো পোষ্ট পড়ার পরেও কেনো আপনি এ আই ব্যাবহার করছেন? আপনি যদি কখনো রেংক আপ করেন আর আপনার প্রোফাইলে এই ফিডব্যাক থাকে, তাহলে আপনি ভালো কোনো ক্যাম্পেইনে জয়েন করতে পারবেন না। কি দরকার ফোরামে হুদাই ক্যাচাল করার? ডলার সেল করার জন্য ফোরামে অনেক বাংলাদেশি আছে যাদের ভালো রেপুটেশন আছে। আপনি তাদের কাছে বিক্রি করতে পারেন অথবা তাদের হেল্প নিতে পারেন।