Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
DYING_S0UL
on 20/09/2023, 13:46:02 UTC
ভাইয়েরা আমার একটা সিলি প্রশ্ন ছিল। কেউ যদি এ বিষয়ে জেনে থাকেন তাহলে যদি একটু বুঝায় বলতেন।

তো মূল কথায় আসি, আমি আজ একটা
নিউজ
দেখলাম যেখানে অবৈধ মদ ধ্বংস করার দৃশ্য দেখানো হয়েছে। এ নিউজটা আমি এর আগেও দেখেছি তখনও একই প্রশ্ন জাগে আমার মনে।

আমার প্রশ্ন হলো, এগুলো নষ্ট না করে কি অন্য কোন উপায়ে রিসাইকেল বা প্রক্রিয়াকরণ করা যেতো না?

বাংলাদেশে মদ এবং মদ রিলেটেড বস্তুর কি আইন আছে তা আমার জানা নেই। আর আমি এখানে কোনো আইন বা বিধিবিধান নিয়ে কোনো প্রশ্নও তুলতেছিনা। বরং গোটা মানবজাতির জন্য যেটা ভালো হবে সেটা বোঝার চেষ্টা করতেছি। জাস্ট চিন্তা করুন পৃথিবীতে ৩য় বিশ্বযৃদ্ধ শুরু হয়ে গেলে। তখন সকল প্রকার রিসোর্স নিয়ে কিন্তু একজন অরেকজনের সাথে মারামারি করবে, শুধু মাএ খাদ্য বস্ত্র বাসস্থান নয় বরণ সবকিছু। আর মদ বা আ্যালকোহল যাই বলেন না কেনো, এটা কিন্তু শুধু মাত্র কনজিউম করার বস্তু নয়, এর কিন্তু আরো এক্সটারনাল ব্যবহার আছে। মেডিকেল বা চিকিৎসা ক্ষেত্রে, ফার্মাসি, বড় বড় ইন্ড্রাস্ট্রিয়াল কাজে, জীবাণুনাশক হিসেবে, জ্বালানি হিসেবে। সোজা বাংলায় এর ইউজকেস অনেক যা লেখে শেষ হবে না।

১. এসব মদ কি বিদেশে ইমপোর্ট করা যায় না?
২. এসব কি রিসাইকেল করার কোন উপায় নাই?
৩. এসব কি মেডিকেল রিলেটেড বা বিভিন্ন ইন্ড্রাস্ট্রিয়াল কাজে ব্যবহার করা উপযোগী করা যায় না?
৪. ইত্যাদি ইত্যাদি। (সব পয়েন্ট উল্লেখ করা সম্ভব না)


আমার এমন প্রশ্ন করার কারণ কি?

সম্প্রতি আমি নিউজে দেখেছি, বাংলাদেশি মদ কোম্পানি কেরু নাকি হাজার হাজার কোটি টাকার ব্যবসা করছে। তো তাদের এসব মদও তো কেউ না কেউ কনজিউম করতেছে। দেশি মদ ছাড়াও কিন্তু বিদেশি বিভিন্ন ব্যান্ডের মদ (বৈধ অবৈধ পরের বিষয়) বিভিন্ন বার সহ অনেক জায়গায় বিক্রি হয়। হ্যাঁ এখানে হয়তো লাইসেন্স এর একটা বিষয় রয়েছে। কেরু বৈধ ভাবে তাদের ব্যবসা করেতেছে, আর যেগুলো মদ ধরা পড়ছে সেগুলো সব অবৈধ। বাট মদ তো মদ ই। হোক সেটা দেশি বা বিদেশি, মদের উপাদান তো আর চেন্জ হচ্ছে না, হয়তো আ্যালকোহলের মাত্রা আলাদা হতে পারে, বাট জিনিসটা তো যেই লাউ সেই কদুই। আশা করি বুঝতে পেরেছেন কি মিন করছি।

হয়তো বাংলাদেশে এখন এমন কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই, বা এসব হ্যানডেল করার মতো জনবল নেই। পৃথিবীর অন্যন্য দেশে এসব কিভাবে কি করা হয় তাও আমি জানিনা। আমি প্রায়ই একটা বিদেশি ভিডিও দেখতাম যেখানে এয়ারপোর্টে থাকা কাস্টমস্ অফিসারা মদ, সিগারেট, বা মাদকদ্রব্য সহ বিভিন্ন অবৈধ জিনিস জব্দ করতো। নিশ্চয় তারা এসব ফালায় দেয় না। কিছু না কিছু তো অবশ্যই করে।

আপনাদের মাথায় কখনো কি এমন প্রশ্ন এসেছে? আমার মাথায় প্রায়ই এমন প্রশ্ন ঘোরে, বাট উত্তর পাই না। এটা কিন্তু কোনো মজার বিষয় না, একবার ভালোভাবে চিন্তা করে দেখুন তো। Wink