Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
GazetaBitcoin
on 22/09/2023, 16:48:35 UTC
[...]

ধন্যবাদ DYING_S0UL, আপনাকে আমার এই বিশেষ টপিকটি অনুবাদ করার জন্য, এটি মূলত রস উলব্রিখটের প্রতি অন্যায় বিচারের বিষয়ে সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে করা হয়েছে। অনেকেই তার মামলার বিষয়ে সঠিক জ্ঞান ছাড়াই তাকে বিভিন্নভাবে অভিযুক্ত করেছেন। আপনি চাইলেই খুব সহজে একজনের বিরুদ্ধে কথা বলতে পারেন, কিন্তু আপনি যখন এই ডকুমেন্টারিটি দেখবেন তখন আপনি বুঝতে পারবেন যে তার কেসটি যতটা সিম্পল মনে হয় ততটাও সিম্পল ছিল না। এজেন্সিগুলো একে অপরের সাথে যুদ্ধে লেগে যায় এই কেসটি দখলের জন্য; দুর্নীতিবাজ DEA এজেন্টের সিল্করোড থেকে BTC চুরি; আদালতে রসের অনুমোদিত সাক্ষীদের অ্যালাও না করা; প্রসিকিউশন দ্বারা আদালতে আনা অননুমোদিত প্রমাণ - এই সব কিছু এবং আরো এই টপিকটি ও ডকুমেন্টারি থেকে জানা যাবে।

সর্বোপরি, আমাদের কাছে এমন একজন ব্যক্তি আছেন যিনি ২টা যাবজ্জীবন কারাদণ্ড + ৪০ বছরের বোনাস (কেউ কিভাবে এত বড় সাঁজা শেষ করতে পারে?!?) ভোগ করছেন কোনো রকম সাঁজা মাফ হওয়ার সম্ভবনা ছাড়াই, তাও আবার সামান্য একটি ওয়েবসাইট চালানোর দায়ে (!!!) এবং অন্যদিকে SR ২.০, ৩.০ বা অন্য ডার্ক মার্কেটের অ্যাডমিনিস্ট্রেটররা ধরা পড়ে, কারাবরণ করে, ছাড়াও পেয়ে গেছে। এটা কি ন্যায় বিচার?