গ্লোবালে অর্থনীতি নিয়ে আলোচনা হলেও আমাদের এই থ্রেডে অর্থনীতি নিয়ে আলোচনা করা হয় না। কিভাবে আমরা আমদের জীবন চালাবো কিভাবে আমাদের সংসারে উন্নতি করবো? যাইহোক আমার এলাকার বুজুর্গ মুরুব্বী আমাকে একটি উপদেশ দিয়েছিলেন, তা হলো যদি আমি ১ টাকা ইনকাম করি ৭৫ পয়সা ব্যয় করতে বলেছেন। এবং অবশিষ্ট ২৫ পয়সা ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে বলেছেন, (আপনি আরো বেশি সঞ্চয় করতে পারেন আপনার ব্যক্তিগত ব্যাপার)। এই উপদেশ টি যুক্তিসঙ্গত মনে করি। এই উপদেশ টি আমি মনে করি সবার ক্ষেত্রেই প্রযোজ্য। আপনারা যদি আপনার সংসার উন্নতি করতে চান তাহলে আপনাকে আয়ের থেকে ব্যয় কমিয়ে রাখতে হবে। যার দেখবেন আয়ের থেকে ব্যয় বেশি সেই ব্যাক্তি দেখবেন ঋণগ্রস্ত হয়ে আছেন। যে ব্যক্তি আয়ের চেয়ে ব্যয় বেশি করে সেই ব্যক্তির সংসারে কখনো দরিদ্রতা ছাড়ে না। আমরা যদি ১ টাকা কামাই করি যদি ২৫ পয়সা সঞ্চয় করার জন্য রেখে দেই। এখন এই ২৫ পয়সার থেকে ১০ পয়সা বিটকয়েনে বিনিয়োগ করে রাখা অনেক ভালো মনে করি। এবং বাকি ১৫ পয়সা যেকোন ভৌত সম্পদের মধ্যে রাখতে পারেন বা টাকাই ব্যাংকে রাখতে পারেন। আমি সম্পূর্ণ টাকা বিটকয়েনে বিনিয়োগ করার পরামর্শ কখনো দিবো না, কারন বিটকয়েনে বিনিয়োগ করাও ঝুঁকিপূর্ণ। আবার সম্পুর্ন টাকা ব্যাংকে রাখা উচিত না কারন আমাদের দেশে দিন দিন মুদ্রাস্ফীতি অনেক বেড়ে চলেছে। আপনার টাকার মুল্য দিন দিন হাড়াতে থাকবে। সঞ্চয়ের অর্ধেকের বেশি টাকা ভৌত সম্পদ রাখা ভালো, আপনি যদি ব্যাংকে রাখতে চান রাখতে পারেন আমি ব্যাংকে রাখা ভালো মনে করি না, ভৌত সম্পদে বা বাংকে রাখার পর বাকি টাকা আপনি বিটকয়েনে বিনিয়োগ করে রাখলে, ভবিষ্যতে আপনি অনেক লাভবান হতে পারেন। তাই যা কামাই করুন তার থেকে অল্প পরিমান ভবিষ্যতের জন্য সঞ্চয় করুন। সঞ্চয়ের কিছু টাকা আপনি বিটকয়েনে বিনিয়োগ করে রাখুন।
এই বিষয়ে আপনাদের মতামত কী শেয়ার করুন?সোর্স: আমার এলাকার মুরুব্বি দেওয়া উপদেশ এর উপর ভিত্তি করে ও economics বোর্ড থেকে জ্ঞান অর্জন করে আমার নিজের মতো করে পোস্ট টি লিখেছি।বাংলাদেশের রিজার্ভ ও অর্থনীতি বর্ত্মানের পরিবেশ মোটেও ভালো কোনো বার্তা দেয়না, কিন্তু আমরা যদি সমসাময়িক সমস্যা গুলো নিয়ে আলোচনা করি তাহলে আমাদের অনেক সমস্যা নিয়ে কথা বলতে হবে, বাংলাদেশকে যারা প্রতিনিধিত্ত করে তাদের মধ্যে অল্প কিছু মানুষ ছাড়া বাকি সবাই দুর্নীতী ও অর্থ পাচারের সাথে যুক্ত হয়ে পরেছে, অল্প কিছু মানুষ ভালো আছেন বলেই আমরা এখনো সবকিছু কিছুটা হলেও ভালো ভাবে পাচ্ছি, তবে আমাদের দেশের অভ্যন্তরীন যে সকল সমস্যা গুলো আছে তা দূর করতে আগামী এক দশক লেগে যেতে পারে যা আমাদের জন্যে খারাপ একটা বার্তা দিয়ে থাকে।
বাংলাদেশের অর্থনীতি নিয়ে পত্রিকা গুলো দেখেন শুধুমাত্র নেগেটিভ খবরে সবকিছু ভর্তি,
আমার লেখার যদি কেউ কোনো মিল পেয়ে থাকেন তাহলে জানাবেন তাহলে আমি সোর্স দিয়ে দেবো,
বাংলাদেশের যে বিষয় নিয়েই কথা বলতে যায়, আমি কোথাও না কোথাও থেকে সেটা যেনেই বলি আবার নিজের মতো করেও বলার চেস্টা করি, এখানে নিজের মতো করে লেখার পরেও কিছু অংশ মিলে যেতে পারে বা যায় অনেক সময়, এগুলার সোর্স বা ক্রেডিট কিভাবেব দেয়া যায়?? দয়া করে জানাবেন সবাই।
@Little Mouse
@shasan
@Learn Bitcoin
@Crypto Library
@Shishir99
@tjtonmoy
@Z_MBFM
@Bitcoin_people