Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Bd officer
on 23/09/2023, 05:09:30 UTC
......
আপনি যদি বিটকয়েনে বিনিয়োগ করার সিদ্ধান্ত নেন তাহলে আপনার কিছু ঝুকি হতে পারে। যেমন :

১. বিটকয়েনের দাম কমে গেলে আপনার বিরাট লস হতে পারে।
২. আপনার বিটকয়েন ওয়ালেট বা অ্যাকাউন্টে হারিয়ে আপনি আপনার অর্থ হারাতে পারেন।
জীবনে চলার পথে আপনি যে কাজই করেন না কেন সবকিছুর মধ্যেই ঝুঁকি রয়েছে। আপনী যদি কোন ব্যবসা করতে চান ক্ষতির সম্ভাবনা রয়েছে। যদি আপনি গরুর খামার দিতে চান গরু মারা যাওয়ার ঝুকি রয়েছে। আপনি বিল্ডিং দিয়ে বাসা বাড়া দিবেন বিল্ডিং  ভূমিকম্প হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আমাদের জীবিনেরও ঝুঁকি রয়েছে কখন মারা যাবো বলা যায় না। তাই ভাই সফলতা অর্জন করলে অবশ্যই ঝুঁকি নিয়েই করতে হবে। ঝুঁকি না নিয়ে আপনি সহজেই ভালো কিছু করতে পারবেন না।


আমি একটা বিষয়ে লক্ষ্য করেছি আপনারা কি সেই বিষয়ে লক্ষ্য করেছেন। হয়তো আপনারা এই বিষয়ে লক্ষ্য করেন নি। @Spark22 ও Tiger420 আপনার আসলে ভাই আমাদের বাংলা সম্প্রদায়ের লোক নাকী পাকিস্তান সম্প্রদায়ের লোক? আপনারা দুজনেই দেখি আমাদের বাংলা থ্রেডে পোস্ট করেন আবার দেখা যায় খুবই সুন্দর করে উর্দু ভাষায় পাকিস্তান থ্রেডে পোস্ট করেন। এই ধরনের কাজ করা কি ঠিক?
@Spark22 এর পাকিস্তান থ্রেডে পোস্ট. পোস্ট 1[url=https://bitcointalk.org/index.php?topic=232519.msg62851315#msg62851315] পোস্ট 2[/url]
@Tiger420 এর পাকিস্তান থ্রেডে পোস্ট. পোস্ট 1
তাদের দুজনের কর্মকাণ্ড কী ঠিক হইছে বলে মনে করেন সিনিয়র ভাইয়েদের মতামত চাই?