Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Mst.Wangdan$
on 23/09/2023, 10:26:00 UTC
আমি ভাইয়া বুঝতে পেরেছি এখন থেকে আমি প্রত্যেকটি কাজ ভেবেচিন্তে এবং সবকিছু চিন্তা করেই করার চেষ্টা করব আর একটি মানুষ ভুল না করলে কিছু শিখতে পারেনা আমি যেমন একটি ভুল করে অনেক কিছুই শিখলাম এবং আপনাদের সাথে পরিচয় হয়ে আমার অনেক ভালো লাগতেছে আমি আর পরবর্তীতে কোন ভুল করবোনা এখন যে বিষয় নিয়ে কথা হবে ইনশাল্লাহ আমি এই কথারই উত্তর দেওয়ার চেষ্টা করব আমার যতদূর জানা থাকবে |

আমি কালকে রাত্রে অ্যাকাউন্ট টা খুলেছি আর আমি নতুন আমি কিছুই বুঝি নাই আর আমি কিছু বুঝতে পারি নাই এজন্যই আমি এইভাবে কাজগুলো করেছি এখন থেকে আমি শিক্ষা পেলাম আর নেক্সট টাইম আর কোন ভুল করবোনা |