সর্বশেষে, আমি উল্লেখ করতে চাই যে সম্পূর্ন ফিল্মটি আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে, এটি Ross এর কেসকে নিয়ে নতুন তথ্য তুলে ধরেছে, যেমন বিচারকের অবিশ্বাস্য ব্যবহার Ross এর প্রতি বা এক গোপন এজেন্সি / এজেন্ট অন্যান্য এজেন্সি / এজেন্টদের প্রতি যে নাশকতা করেছিল সে সম্পর্কে। আমি সবাইকে এটি দেখার জন্য পরামর্শ দিচ্ছি, এটি একটি না দেখলেই নয় ডকুমেন্টারি!
রস আসলে সিস্টেমের শিকার। আইনশৃঙ্খলা বাহিনী একজনকে এমনভাবে শাস্তি দেবে যেন সেইরকম কাজ করতে পরবর্তীতে কেউ খুব আগ্রহী না হয়। সিল্করোডের সাথে সরাসরি সম্পৃক্ত ছিল এইরকম আরো অনেক মানুষকেই কয়েকবছরের সাজা দিয়েছে। পক্ষান্তরে, রসের সাজা হয়েছিল যাবজ্জীবন (দুইবার) এবং ৪০ বছর কারাদন্ড। মানে রসের যদি ২য় জনম হয় তখনও রস জেলে কাটাতে হবে। ৩য় জনমে ৪০ বছর জেলে কাটানোর পর তবেই তার মুক্তি মিলবে

মজা করলাম। মানুষের তো আর ২য় জনম নেই এই পৃথিবীতে।
রস তাই বলেছেন-
How was I given 2 life sentences plus 40 years? Am I a cat with 9 lives? I am a human being. I have but one life, and that alone is too much to take.
আমাকে কিভাবে দুইবার যাবজ্জীবন এবং আরো ৪০ বছর কারাদন্ড দেয়া হয়েছে? আমার কি বিড়ালের মত ৯ বার জন্ম হবে? আমি মানুষ, আমার শুধু একটাই জীবন রয়েছে এবং সেটা কেড়ে নেয়াটাই অনেক বড় কিছু।
রসের মুক্তির জন্য পিটিশনে অনেকেই সাপোর্ট করেছে কিন্তু মুক্তি মেলেনি। রস এখনো আশাবাদী সে একদিন মুক্তি পাবে। সে মনে করে মিরাকল ঘটবে এবং তার মুক্তি মিলবে একদিন।
আমিও মনে করি রসের মত ট্যালেন্ট মুক্তি পাওয়া উচিত। সে সুবিচার পায় নি। ২৯ বছর থেকে ৩৯ বছর+, মানে গত ১০ বছর সে জেলে রয়েছে। এর বেশি শাস্তি কি আসলেই তার প্রাপ্য? অবশ্যই না।
আমার মনে হচ্ছে এইটা নিয়ে আমি আগেও একদিন লিখেছিলাম। নাকি দেজাভ্যু
