আমি ম্যানেজারের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ শিখতেছি
কিন্তু কে কে কাজ করে জমা দিল না দিলো এক সিরিয়ালে কেমনে দেখব বুঝতেছিনা বড় ভাইয়েরা প্লিজ বলে যাবেন
শিট আপডেট করার কয়েকটা কৌশল আপনে অবলম্বন করতে পারেন তার মধ্যে এই বিষয়টা সহজ হতে পারে।
- ধরুন আপনি সপ্তাহের জন্য শিট আপডেট করতেছেন। প্রথমে এটি দেখুন যে সেই প্রথম সপ্তাহ কত তারিখ থেকে শুরু এবং কত তারিখে শেষ। এরপর দেখুন যে প্রথম সপ্তাহর তারিখ শুরু থেকে শেষ পর্যন্ত যে রিপোর্ট জমা দিয়েছে সেগুলো বাউন্টি থ্রেডের কত পেজ পর্যন্ত অতিক্রম করেছে। তারপর আপনি প্রথম পেজ থেকে একের পর এক দেখা শুরু করেন। যারা রিপোর্ট জমা দিছে তাদের লিংক গুলা ভালোভাবে চেক করে যদি ঠিক থাকে তাইলে আপনি তার নামটি কপি কইরা শিটে সার্চ করেন তারপর তার নামের পাশে তার ফ্রেন্ডস ফলোয়ার অনুযায়ী যতগুলা স্টেক পায় সেই কয়টি স্টেট বসান। এভাবে শেষ পেজ পর্যন্ত দেখার পর যারা বাকি থাকে বুঝবেন যে তারা কাজ জমা দেয় নাই অথবা জমা দিতে লেট করছে। আপনি তাদের ০ স্টেক দিয়ে দিবেন। এইভাবে আপডেট চালাইয়া যাবেন পরবর্তী সপ্তাহগুলোও