Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Crypto Library
on 26/09/2023, 17:37:52 UTC
আমি ম্যানেজারের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ শিখতেছি
কিন্তু কে কে কাজ করে জমা দিল না দিলো এক সিরিয়ালে কেমনে দেখব বুঝতেছিনা বড় ভাইয়েরা প্লিজ বলে যাবেন
ক্যাম্পেইন ম্যানেজারের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেছেন,  আসলে কোন ধরনের ক্যাম্পেইন ম্যানেজার?

সোশ্যাল বাউন্টি ক্যাম্পেইন?
তাহলে এটার জবাব অনেকটা সুন্দর করে আমাদের Z_MBFM  ভাই  বলে দিয়েছেন.

তাছাড়া যদি সিগনেচার ক্যাম্পেইন হয়,  তাহলে আরেকটা হ্যাক আপনাকে  বলে দেই সেটা হল নাকি TryNinja  এর তৈরি   নিনজাস্টিক  স্পেস এর https://ninjastic.space/search  এই অপশনটা ব্যবহার করতে পারেন।  নতুন হলে  এইটার ইন্টারফেস দেখে আপনার  তেমন কিছু ফিল নাও হতে পারে,  যদি জাস্ট জাস্ট রিসার্চ করেন  তাহলে আমি মনে করি এটা আপনার কাজের জন্য খুবই ইউজফুল হবে।  পথ বলে দিলাম একটু জিনিস টা একটু এক্সপ্লোর করুন