Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Z_MBFM
on 26/09/2023, 17:55:50 UTC
আসসালামু ওয়ালাইকুম। কেউ কি এই "bump" বাটনটির কাজ জানেন?
আমি যতোদূর জানি "bump" করা মানে আগের কোনো টপিক/কমেন্ট নতুন করে কোট করে পোস্ট করা যাতে অন্যরা সেটা দেখতে পারে। কারণ অনেক সময় কি হয় পোস্ট হতে হতে কমেন্ট হতে হতে একজনের কমেন্ট নিচে পড়ে যায়। এখন ঐভাবে "bump" করি। আমি অনেকদিক ধরেই ফোরামে আছি তা সত্ত্বেও এই বাটনটি আমার চোঁখে পড়েনি/খেয়ার করিনি। আজ হঠাৎ এক থ্রেডে গিয়ে দেখি এই বাটন।
bump ঐ সব টপিকে শো করে যে টপিকগুলাতে রেসপন্স কম হচ্ছে। একটা বোর্ডে অনেক টপিক থাকে আর প্রতিনিয়ত নতুন নতুন টপিক খোলা হইতেছে আর টপিকগুলো রিসেন্ট পোস্টের কারনে ১ম পেজে থাকে। যে টপিকে সর্বশেষ পোস্ট হয় সেই টপিক ১ম পেজে প্রথম টপিক লিস্টে থাকে। যখন কোনো টপিকে রেসপন্স কম হয় টপিক অনেক নিচে পইরা যায় বা কয়েক পেজ ভিতরে চইলা যায় সেই টপিকে Bump অপশন আসে আর bump করলে টপিকটা প্রথম পেজের ১ নাম্বারে চইলা যায়। তবে ১ একাউন্ট থিকা একবার bump করা হইলে bump অপশন চইলা যায় ২৪ ঘন্টার জন্য। আর তিনবার করার পর সেই একাউন্টের জন্য সেই টপিকে আর bump অপশন থাকে না।

সাধারণ অর্থে bump মানে বুঝায় ধাক্কা দিয়া উপরে তুলে দেওয়া। দেখেন অনেক টপিকে রেসপন্স কম হয় কিন্তু bump অপশন আসে না যার কারনে op bump লেইখা পোস্ট করে যাতে টপিকটা bump হয়।