আগস্ট মাসের পোস্টগুলা পড়তে যেয়ে, আমি বেশ কিছু ভালো ভালো পোস্ট পোস্ট লিঙ্ক স্টোর করে রেখেছি। নিচে সেই পোষ্ট গুলার একটা তালিকা তৈরি করা হলো আমার মনে হয়, এই পোস্টগুলা আরো বেশি মেরিট ডিজার্ভ করে কিন্তু আমার কাছে পর্যাপ্ত পরিমাণ মেরিট না থাকায় আমি কাউকে মেরিট দিতে পারছি না। এটা মানতে বাধ্য হলাম যে, ভালো ভালো পোস্ট অবশ্যই ভালো কিছু ডিজার্ভ করে। আগস্ট মাসের সবচেয়ে বেশি মেরিট হান্টিং এবং মেরিটেরিয়াস পোস্ট এর একটি লিস্ট করা হলো। @2Pizza410000BTC ভাইয়ের পোস্টটি সবচেয়ে বেশি মেরিট হান্ট করতে পেরেছে। আমার পক্ষ থেকে @2Pizza410000BTC ভাইকে শুভেচ্ছা ও সাধুবাদ জানাই এবং ফোরামে নতুন হিসেবে @Talevin1234 ভাইকেও আমি অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। তার পোস্টে আমার দৃষ্টি আকর্ষণ করেছে।
সবচেয়ে বেশি মেরিট হান্টিং পোস্ট থেকে কোন মেরিডান্টিং পোস্টের তালিকা তৈরি করা হলো।
আমি বিশেষ বিশেষ ধন্যবাদ জানাই @Learn Bitcoin ভাই এবং @DYING_S0UL ভাইকে। কারণ তারা আমাদের মাঝে নতুন কিছু পোস্ট নিয়ে এসেছে। যা একজন লিজেন্ডারি রোমানিয়ান মেম্বার @GazetaBitcoin তথ্য কনভার্ট করার মাধ্যমে।
বিটকয়েনটক বাংলাদেশ লোকাল থ্রেডের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই এবং ভালো ভালো পোস্ট করার জন্য উৎসাহিত করছি। এই পোস্টে যদি কোন ভুল ত্রুটি থেকে থাকে, আমাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।