ব্যাপারটা আসলেই সুন্দর হবে আমার মাথায় এর আগে থেকে একটা আইডিয়া ছিল। যদিও ফোরামে সরাসরি শেয়ার করা হয়নি।
আরো এরকম কয়েকটা করা যেতে পারে এখানে পোষ্টের ভিতরে পোষ্টের লিংক থাকবে। মূল কথা এক একটা পোস্টকে ওইসব ভালো পোস্টগুলোর লিংক বসিয়ে রেগুলার আপডেট করবে
এটা সত্যি একটা ভালো ধারণা। সবাই যদি সবার পোষ্টের রেগুলার একটা আপডেট রাখে। অবশ্যই ভালো ভালো পোস্টের। তাহলে যখন যার যে বিষয়টা দরকার হবে একটা পোষ্টের মধ্যে যেয়ে সব সমস্যার সমাধান পাওয়া যাবে।
যেমন
@লিটিল মাউস ভাইয়ের অনেক হেল্পফুল পোস্ট আছে যা ফরমের নতুনদের জন্য সহায়ক হবে!
@এস হাসান ভাইয়ের অনেক জ্ঞানগর্ভ পোস্ট আছে!
@এলডিএল ভাই বাংলা লোকাল থ্রেডের মধ্যমণি তারও অনেক হেল্পিং হ্যান্ড পোস্ট আছে!
@ক্রিপ্টো লাইব্রেরী ভাই তার ভালো ভালো পোষ্টের লিংক অলরেডি শেয়ার করে দিছেন। ফোরামের নতুন ইউজাররা অবশ্যই সেগুলো পড়ে নিবেন।
@লার্ন বিটকয়েন ভাই ফোরামের বর্তমান অনেক বেশি একটিভ মানুষ এবং অনেক জ্ঞানী একজন মানুষ। তার অনেক অনেক হেল্পফুল কনভার্টিং পোস্ট আছে। যা পড়ে অনেকেই ইতিমধ্যে জ্ঞান লাভ করেছেন এবং যারা পড়েন নাই তারা সবাই সময় করে পড়ে নিবেন।
নাম না জানা আরো হয়তো অনেকেই আছেন যাদের অনেক গুরুত্বপূর্ণ সহায়ক পোস্ট আছে যা ফোরামের নতুন ব্যবহারকারীদের জন্য হেল্পফুল হবে। যাদের নাম বলতে পারলাম না তারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি পরবর্তীতে আরো অনেক ভালো ভালো পোস্ট শেয়ার করার চেষ্টা করব।