আর আমি যেটা বলেছিলাম সেটা একটু অন্য রকম। ধরেন সেপ্টেম্বর মাসের সব গুলো পোষ্ট চেক করে সেরা ইনফরমেটিভ কয়েকটা পোষ্ট এর লিংক একটা পোষ্ট এ কম্বাইন্ড করে মাস শেষে পোষ্ট করে রাখা। এতে করে অনেক গুরুত্বপূর্ণ পোষ্টগুলো খুজে পেতে সুবিধা হবে।
এটা অনেক ভালো একটা আইডিয়া। অনেকে আছেন যারা নিয়মিত লোকাল থ্রেডে এক্টিভ থাকে না আবার দেখা যায় অনেক নতুন মেম্বার থ্রেডে আসে, তাদের জন্য আপনার আইডিয়া টা অনেক গুরুত্বপূর্ণ।
আমি একটা আলাদা ভাবে কথা বলতে চাই জানি না আমার যুক্তিটা কেমন হবে।
এমনও হতে পারে অনকেই পোস্ট দিতে চাইবেন, নির্দিষ্ট করে দেওয়াটা এই বিষয় টা কেমন হবে? মানে এমন ব্যক্তি নির্দিষ্ট করে দেন যে ভালো মানের পোস্ট গুলো চিহ্নিত করতে পারবে, নিয়মিত এক্টিভ থাকে। আপনারা যারা সিনিয়র তারা বিবেচনা করতে পারেন।