Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Nel Ghor
on 29/09/2023, 15:12:06 UTC
আলহামদুলিল্লাহ,
 আজ কঠোর নিরাপত্তার সাথে সড়কপথে পাবনায় পৌঁছালো রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি ইউরোনিয়াম। এই ইউরেনিয়াম জ্বালানি গুলো স্বদেশ গ্রুপ এর লড়ি যুক্ত ড্রাম ট্রাকে  করে আনা হয়। এসময় সড়কের সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়।
যা জানিয়ে দিচ্ছে বাংলাদেশের উন্নতির শিকল সীমারেখা। ঠিক একদিন বাংলাদেশের কাছেও থাকবে উন্নত মানের পারমাণবিক বোমা সহ বিভিন্ন সরঞ্জাম।এর মাধ্যমে প্রকাশ পাবে বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ যা বিশ্বের উন্নত রাষ্ট্রের দৃষ্টান্ত প্রকাশ করবে।