~কাট
আপনাদের আইডিয়া গুলো দেখে ভালো লাগছে। আমি নিজে কিছু কন্ট্রিবিউট করতে চাই কিন্তু কিছু ব্যাস্ততার কারনে সময় দিতে পারছি না। সামনে পরীক্ষা সাথে আরও কিছু ব্যাস্ততা আছে। আমার একটা আইডিয়া ছিলো। শেয়ার করলাম ভালো লাগলে ফিডব্যাক জানাবেন। আমাদের লোকাল কমিউনিটি তে মেরিট সোর্স নেই, আমরা গ্লোবাল থেকে যা মেরিট পাই তার সবটুকু লোকাল এ ডিস্ট্রিবিউট করে দেওয়ার চেস্টা করি। অনেকে ভালো পোস্ট করেও মেরিট পান না।
গ্লোবালে এক এর অধিক থ্রেড রয়েছে যেখানে আপনার বেস্ট পোস্ট গুলো উপস্থাপন করে মেরিট সোর্স এর কাছে থেকে মেরিট নেওয়া যায়। কিন্তু অনেক ভালো ভালো পোস্ট লোকাল কমিউনিটি তে আছে যেগুলো ওইসব থ্রেড এ উপস্থাপন করা যায় না ভাষার সিমাবদ্ধতার কারনে। সেক্ষেত্রে কেমন হত যদি আমরা লোকাল থ্রেড এ আপনাদের বেস্ট পোস্ট গুলো পেয়ে মেরিট সেন্ড করতে পারতাম? আমার আইডিয়া টা হচ্ছে আপনারা আপনাদের বেস্ট পোস্ট গুলো একটি লিস্ট করে আমাদের কাছে উপস্থাপন করেন। আমাদের কাছে sMerit থাকলে সবাই পোস্টটি তে মেরিট দিবো।
এটির কিছু রুলস থাকা দরকার। কারণ সব পোস্টে মেরিট দেওয়া সম্ভব না। রুলস হতে পারে ২ টা বেস্ট পোস্ট। মাসে এক বার। মিনিমাম আইডি রিকয়ারমেন্ট মেম্বার/ফুল মেম্বার ইত্যাদি।
পোস্ট এর কোয়ালিটি ম্যাটার তো আছেই তবে কেউ যেন মাল্টিপাল একাউন্ট করে এইটার এডভান্টেজ নিতে না পারে তার জন্য এই রুলস।
আমার কাছে ১2 টা sMerit আছে। চাইলে শুরু করতে পারেন। এই বিষয়ে মতামত দেন, যদি আইডিয়া টা ভালো হয় তাহলে শুরু করব।
এরা করলে নিউজ হয় আর আমরা করলে জেল। ওয়েলকাম টু বাংলাদেশ।
