Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
rakib9855
on 01/10/2023, 07:23:37 UTC
আমি একজন ছোট ইউজার।
আমি একটি কথা বলতে চায় যারা কিনা নতুন বাউন্টি ম্যানেজার আছেন বা কাজ শুরু করতে চাচ্ছেন।
আপনারা একটি প্রকল্প পরিচালনা করার আগে ভালোভাবে সেই প্রকল্প সম্পর্কে জেনে নিন৷ আসলে সেই প্রকল্পটি কেমন৷ তারা স্ক্যাম করবে কিনা। আরও অনেক বিষয় জানা প্রয়োজন।
আপনি যখন একটি মিথ্যা প্রকল্প বা স্ক্যাম প্রকল্প পরিচালনা করবেন, এবং শিকারিরা সেখানে কষ্ট করে কাজ করে তার পারিশ্রমিকটা সে যদি না পায়, তাহলে আমি বলবো এটা ভালো দিক না। একজন শিকারি এখানে কাজ করে কিছু টাকা উপার্জনের জন্য । আর সেটাই যদি না পায় তাহলে এর চেয়ে দুঃখ জনক কিছু হতে পারে না।
এমন অনেক বাউন্টি ম্যানেজার আছেন যারা কিনা এসব স্ক্যাম বা নরমাল প্রকল্প যাই বলেনন না কেনো, ম্যানেজার রা কিন্তু প্রকল্প পরিচালনার জন্য ঠিকি তাদের ইনকাম গুলো পাচ্ছে, কিন্তু যখন কোনো প্রকল্প স্ক্যাম করে তখন শিকারিরা শুধু শুধু কষ্ট করে কাজ করে আর তাদের পারিশ্রমিক পাই না।
তবে এই কাজটা সব ম্যানেজার করে এটা আমি বলছি না। বাউন্টি কমিউনিটিতে প্রায় সব ম্যানেজার ভালোভাবে কাজ করে যাচ্ছে৷
 কিন্তু কিছু ম্যানেজার এমন আছে। আমি সেই সব ম্যানেজারদের শুধু এইটুকু বলতে চায়, আপনারা চেষ্টা করুন ভালো প্রকল্প গুলো পরিচালনা করার। যাতে শিকারিরা কাজ করে অন্তত কিছু হলেও তাদের পারিশ্রমিক টা পাই। আমি কথাগুলো বাধ্য হয়ে বললাম। আশা করি আপনারা বুঝতে পারবেন। একটা ক্যামপেইন এ ১ মাস কাজ করার পর সেটা থেকে যদি প্রেমেন্ট না পাওয়া যায়, তাহলে অনেক খারাপ লাগে৷ যারা এমন পরিস্থিতিতে পরছেন, তারাই এটা বুঝবেন।


যাইহোক, অনেক কথা বলছি,
অনুগ্রহ করে আমার কথায় কেউ কিছু মনে করবেননা। ভুল হলে ক্ষমা করবেন।
জানিনা কতটুকু সঠিক বলেছি।

আপনাদের সবার যাত্রা শুভ হোক।
বাউন্টি ম্যানেজারদের সাফল্য কামনা করছি, দোয়া রইলো, বাউন্টি শিকারিদের ভালো কিছু উপহার দিয়ে যেতে পারেন।