তবে এখন পর্জন্ত ১০% শতাংশ দেয়া লাগবেনা এটার পক্ষে সঠিক কেউ কোনো উত্তর দেয়নি। আমাদেরকে হয়তো আগামি কালকে পর্জন্ত অপেক্ষা করতে হবে প্রেস ব্রিফিং এর জন্যে।
আইসিটি মন্ত্রী যে বললো আমি দ্বায়িত্ব নিয়ে বলছি, ফ্রিল্যান্সারদেরকে কোনো কর দিতে হবে না। আরো অনেক সূত্র থেকেই জানা গেছে যে এগুলো ভূয়া তথ্য প্রচার করা হচ্ছে। অবাক করার ব্যাপার হলো বাংলাদেশের প্রথম সারির পত্রিকা এবাং টিভি মিডিয়াগুলো সূত্র যাচাই বাছাই না করে, বাংলাদেশ ব্যাংক বা অথেনটিক কোনো সূত্র থেকে না জেনে একে অন্যের দেখাদেখি খবর প্রচার করছে। যার কারনে ফ্রিল্যান্সারদের গ্রুপগুলোতে এক প্রকার ক্ষোভ চলছে। সরকার সাধারনত রেমিটেন্স এ প্রনোদনা দিয়ে থাকে। সেখানে যদি কর ধার্য করা হয়, সেটা দেশের সরকারের জন্য কখনোই ভালো হবে না। এতে করে বৈধ পথে টাকা আসা বন্ধ হয়ে যাবে। মানুষ খরচ বাচানোর জন্য বিকল্প অবৈধ পথ গুলো বেছে নিতে শুরু করবে। যেটা দেশের জন্যও খারাপ হবে, আর ফ্রিল্যান্সারদের জন্যও খারাপ হবে।
এইটা দেখুন-
https://www.facebook.com/100071567358648/posts/pfbid0Z4Xo2JxFuwDuWas4ft2JQUuwPceKzS1XLZGq6Yq2wFw6MpLeLZz9GpWmSh3my6X5l/?app=fblভাই গতকালকেই এটা দেখেছি। তার একটা ভিডিও বার্তায় শোনলাম তিনি বলছেন যে আপনারা গুজবে কান দিয়ে আমাদের সরকার এবং একটা মন্ত্রনালয়কে দোষ দেয়া ঠিক হচ্ছে না। আপনারা যাচাই বাছাই না করে গুজবে কান দিয়ে সরকার এবং আমাকে কথা শোনাচ্ছেন। এখন ব্যাপার হলো বাংলাদেশের প্রথম সারির টিভি মিডিয়া এবং অনলাইন মিডিয়াগুলো যদি গজব ছড়াতে সাহায্য করে, সেখানে সাধারন মানুষকে দোষ দিয়ে কি লাভ? তারা তো নিউজ থেকে দেখেই সমালোচনা করছে।
তাছাড়া বর্তমানে অনেক ম্যানেজার জন্ম নিয়েছে নতুন যারা হান্টারদের সাথে কেলেঙ্কারি করার উদ্দেশ্যে প্রজেক্ট ম্যানেজমেন্ট করে এবং যদিও প্রজেক্ট থেকে তাদের পেমেন্ট দিয়ে দেয় কিন্তু হান্টারদের পেমেন্ট দেয় না, তাদের কাজ করা থেকে বিরত থাকুন যে সকল ম্যানেজাররা পেমেন্ট করে তাদের কাজ করুন।
ভাই ওনার কথায় ও যক্তি আছে। বেশিরভাগ ম্যানেজার ফান্ড এসক্রো না করেই বাউন্টি পরিচালনা করে। তারা নিজেদের পারিশ্রমিক পেলেই ক্যাম্পেইন রান করে দেয়। তারপর বাউন্টি হান্টার রা জাহান্নামে যাক। এরকম একটা ভাবে থাকেন ওনারা। সবাই এক না। তবে বর্তমান কন্ডিশন এরকমই। আর বাউন্টি হান্টারগুলাও দুধে ধোয়া তুলশিপাতা না। তারা একটা ক্যাম্পেইনে ৫-১০ টা আইডি নিয়ে ঢুকে পরে। বাংলা ভাষায় খাবলা খাইতে চায় আরকি।