এ মাসের পোস্ট এবং মেরিট একটিভিটি তুলে ধরলাম দেখতেই পাচ্ছেন আগস্ট মাসের থেকে এ মাসে পোস্ট একটিভিটি খুব একটা না বাড়লেও মেরিট পাওয়ার ক্ষেত্রে কিন্তু অনেক অগ্রগতি হয়েছে। যাই হোক অসংখ্য ধন্যবাদ যারা যারা এই কাম ব্যাক করার জন্য কন্ট্রিবিউট করেছেন। সামনের মাসে আরো বেশি উন্নতি দেখতে চাই। সেপ্টেম্বর মাসের টোটাল পোস্ট হয়েছে = 391টি
এবং মেরিট ট্রানজেকশন হয়েছে = 214টি আগস্ট মাসের টোটাল পোস্ট হয়েছে = 372টি