Post
Topic
Board Other languages/locations
Re: কিছু পোস্ট
by
Negotiation
on 02/10/2023, 03:39:20 UTC

আমার যেটা মনে হয় এখানে আমাদের সরকারের দোষ নাই তেমন যারা প্লিসি কেমার তাদের উপরে পুরো দেশটাই এখন নির্ভর করছে, মুল সমস্যা তৈরী হইছিল বাংলাদেশ ব্যাংক যে প্রজ্ঞাপন জারি করছিলো,  এখানে "ফ্রিল্যান্সার" উল্যেখ করা নেই , সকল বৈদেশিক মুদ্রার কথা বলা আছে গেঞ্জাম টা এখানেই লাগছে। এখন বলছে মুল ধারার ফ্রিল্যান্সার দের ১০% শতাংশ দিতে হবেনা, মানে যাদের ফ্রিল্যান্সার আইডি কার্ড থাকবে তাদের দিতে হবেনা।

বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন টা একটু পরেন তাদের ওয়েব সাইটে আছে, সবকিছু আপনার মাথার উপরে দিয়ে যাবে।

বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক
তিনি বলেছেন যে, বাংলাদেশ ব্যাংক ও NBR এর সঙ্গে কথা বলে আমি নিশ্চিত হয়েছি, ফ্রিল্যান্সারদের আয়ের ওপর কোনো ধরনের উৎসে কর দিতে হবে না। তারা আয়করের আওতার বাইরে থাকবেন। এমনকি ফ্রিল্যান্সাররা দেশে রেমিট্যান্স আনলে তাদের ৪ শতাংশ ইনসেনটিভ দেওয়া হয়, যা দেশের অর্থনীতিতে অবদান রাখে।


আমার মনে হয় প্রতিমন্ত্রী  নিজেও জানতেন না এরোকম টা হয়েছে , 



এই চিঠিটা দেখেন তারা কি বলেছে, এই সার্কুলার টাই একটা কনফিউশন বাঁধায়ে দিয়েছে, কোন কোন খ্যাত থেকে নেয়া হবে বা হবেনা এমন কিছুই লিখা নাই ওখানে লিখা আছে 'সকল' এই জন্যে সবাই মনে করছে সবাইকেই কর দিতে হবে ।