আমরা মানুষ আমরা জাতি ধর্ম বিভেদ নিয়ে মানুষকে বিবেচনা করি। আসলে কি এটা ঠিক ? এইতো কিছুদিন আগে অনেক টোল পার্ট হল উপজাতি নিয়ে সব উপজাতি এক.. এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছে আমাদের এই সোনার বাংলাদেশে। যদি এমনটাই হতো তাহলে বাংলাদেশে অনেক উপজাতি রয়েছে তাহলে কি তারা এই বাংলাদেশে থাকতে পারতো। আমাদের সব চিন্তাধারা এক করা উচিত নয়। দিন শেষে আমরা তো সবাই মানুষ একি উম্মত।
আমাদের সবাইকে নিয়েই আশা করা উচিত
Sura Krishna Chakma 🫡 boxing inspiration 🖤🇧🇩
প্রথম বাংলাদেশি হিসেবে
পেশাদার বক্সিংয়ের বেল্ট জিতলেন সুরো কৃষ্ণ
https://talkimg.com/images/2023/10/03/PBTob.jpegনিউজটা সময় টিভির