Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Nel Ghor
on 03/10/2023, 16:30:24 UTC
আলহামদুলিল্লাহ,
বিশ্বে গ্লোবাল ফায়ার পাওয়ার প্রতিষ্ঠান চলতি বছরের জানুয়ারিতে ১৪৫টি দেশের একটি সামরিক র‍্যাংকিং তালিকা প্রকাশ করেন যার মধ্যে বাংলাদেশের অবস্থান ৪০ তম। দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ ৪ নম্বরে। ৫ বছর আগে বিশ্বের ১৩৬টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ৫৬তম। যা ৫ বছরে পরে সামরিক শক্তিতে বাংলাদেশ ১৬ ধাপ এগিয়ে এসেছে।

২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত ৫ বছরে বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে অন্তত ২৩ ধরনের আধুনিক যুদ্ধ সরঞ্জাম যুক্ত করেছে। ফোর্সেস গোল–২০৩০ বাস্তবায়নের জন্য,
চীন ও তুরস্কসহ ১২টি দেশ থেকে গত ৫ বছরে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য ১১, নৌবাহিনীর জন্য ৮ এবং বিমান বাহিনীর জন্য ৪ ধরনের যুদ্ধ সরঞ্জাম ক্রয় করেছে। যার মধ্যে রয়েছে,
ফ্রান্সের এয়ার ডিফেন্স এবং জার্মানির প্রাইমারি ট্রেইনার এয়ারক্র্যাফট, যুক্তরাজ্যের এনকে-৫ এয়ারক্রাফট-সহ অন্যান্য দেশের মাল্টিপল লাঞ্চ রকেট সিস্টেম, অটোমেটিক গ্রেনেড লঞ্চার, ব্যাটারি রাডার কন্ট্রোল এয়ার ডিফেন্স গান সহ বেশ কয়েকটি অত্যাধুনিক যুদ্ধাস্ত্র, যা এসেছে চীন, সার্বিয়া, তুরস্ক, সিঙ্গাপুর, দক্ষিণ আফ্রিকা, সুইজারল্যান্ড, জার্মানি থেকে।

বিঃদ্রঃ আর এখনতো পারমাণবিক বোমা বা অস্ত্রের গুদাম বাংলাদেশের পাবনা জেলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র।
চলো বাঙালি বিশ্ব এখন চেয়ে আছে তোমার দিকে।

নিউজ লিংক : https://www.prothomalo.com/bangladesh/f7b16m0xpj