https://talkimg.com/images/2023/10/05/PD1a5.jpegআবারো শুরু হয়ে গেল ICC World Cup 2023
আজ থেকে শুরু এবারের বিশ্বকাপ গেল চার বছর পর অনুষ্ঠিত হবে আজকের ম্যাচটি যে দুই দল আজকে ম্যাচটি উদ্বোধন করবেন এক প্রান্তে রয়েছে ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড। বাংলাদেশের সময় দুপুর ২:৩০ এ ০৫-১০-২০২৩ আজ বৃহস্পতিবার। ম্যাচটি উদ্বোধন হবে ভারতের আহমেদাবাদ নরেন্দ্র মোদী ইস্টেডিয়ামে।
ট
বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ
তারিখ প্রতিপক্ষ সময়
৭ অক্টোবর = আফগানিস্তান = সকাল ১১টা
১০ অক্টোবর = ইংল্যান্ড = সকাল ১১টা
১৩ অক্টোবর = নিউজিল্যান্ড = দুপুর ২:৩০
১৯ অক্টোবর = ভারত = দুপুর ২:৩০
অক্টোবর নভেম্বর জুড়ে হবে ক্রিকেটের মহাযুদ্ধ। ভারতের দশটি শহরে হবে খেলা
প্রাইজমানি
মোট এক কোটি মার্কিন ডলার আর্থিক পুরস্কার থাকছে।
চ্যাম্পিয়ন : ৪ মিলিয়ন ডলার
রানার্স আপ : ২ মিলিয়ন ডলার
সেমিফাইনাল : ৮ লাখ ডলার