
এই যদি হয় England v/s New Zealand এর খেলা তাহলে আমাদের বাংলাদেশে কি করবে? আমি তাই ভাবতেছি।
প্রথম ম্যাচে এ পর্যায়ে খেলা তাহলে বাকিগুলো কি হবে। আজকের খেলায় এই দুই ব্যাটসম্যান অনেকটা চমকে দিয়েছে এটা খুবই স্মরণীয় থাকবে এই ওয়ালকাপে।
আজকের খেলাটি হয়তোবা অনেকেই দেখেছেন। দেখে অনেক কিছুই বুঝতে পেরেছেন
আমার কাছে খেলাটি অনেক সুন্দর লেগেছে
New Zealand জন্য শুভকামনা এগিয়ে যাক
ভাই এই ফোরামে ডিস্কাসনের জন্য আলাদা আলাদা টপিকের জন্য আলাদা আলাদা সেকশন ভাগ করা আছে আপনারা যদি যেহে হেনে যা তা পোস্ট করেন সেইটা হয় স্পামিং, অফ টপিক। বাংলাদেশ টপিকটা এখন কিছুটা এক্টিভ হইছে অনেক বড় মেম্বারাও এখন মাঝে মাঝে বাংলাতে উকি দিতে আসে তাই আওরা কাওরা পোস্ট কইরেন না।
ODI নিয়া কথা বলার জন্য Gambling Discussion এ যান সেখানে যত ইচ্ছা এইগুলো নিয়া মন্তব্য করেন -
https://bitcointalk.org/index.php?topic=5168386.0