Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলাদেশ (Bengali)
by
2Pizza410000BTC
on 05/10/2023, 22:41:48 UTC
⭐ Merited by hugeblack (1)



এই যদি হয় England v/s  New Zealand  এর খেলা তাহলে আমাদের বাংলাদেশে কি করবে? আমি তাই ভাবতেছি।
প্রথম ম্যাচে এ পর্যায়ে খেলা তাহলে বাকিগুলো কি হবে। আজকের খেলায় এই দুই ব্যাটসম্যান অনেকটা চমকে দিয়েছে এটা খুবই স্মরণীয় থাকবে এই ওয়ালকাপে।

আজকের খেলাটি হয়তোবা অনেকেই দেখেছেন। দেখে অনেক কিছুই বুঝতে পেরেছেন
আমার কাছে খেলাটি অনেক সুন্দর লেগেছে
 
New Zealand জন্য শুভকামনা এগিয়ে যাক
বাংলাদেশ লোকাল যদি আলাদা স্বতন্ত্র লোকাল পায় তাহলে আপনি ওই সময় খেলাধুলা নিয়ে বিস্তারিত আলোচনা করতে পারবেন। এখানে যদি খেলাধুলা নিয়ে আলোচনা করা হয় তাহলে গুরুত্বপূর্ণ পোস্টগুলো আড়ালে চলে যায়। আমাদের লোকালে অবশ্যই গুরুত্বপূর্ণ ভালো পোস্ট গুলোই আলোচনা করা উচিত। এর আগের পোস্টে @Z_MBFM এই কথাটাই বলেছেন যা খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের লোকালে অবশ্যই গ্লোবাল থেকে ২-৪ জন এখানে এসে উঁকি ঝুঁকি মেরে যায়। এরা যদি জগাখিচুড়ি মার্কা পোস্ট দেখতে পায় তাহলে অবশ্যই আমাদের কার্যনীতি নিয়ে প্রশ্ন তুলবে যেটা মোটেই কাম্য নয়। এখানে তাই খেলাধুলা ও রাজনৈতিক বিষয় নিয়ে একটু কম আলোচনা করাই ভালো।